Siliguri: পরপর দু’দিন, তৃণমূলের বাধায় বেআইনি দখল তুলতে গিয়ে পিছু হটল গৌতমের পুরসভা

Siliguri: পরপর দু’দিন অভিযানে গিয়ে বাধার মুখে পড়তে হল তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পুরনিগম কর্তৃপক্ষকে। বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকল দলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। ঘটনায় শহর শিলিগুড়ির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Siliguri: পরপর দু’দিন, তৃণমূলের বাধায় বেআইনি দখল তুলতে গিয়ে পিছু হটল গৌতমের পুরসভা
শোরগোল জেলার রাজনৈতিক মহলে Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2024 | 6:44 PM

শিলিগুড়ি: গতকাল শিলিগুড়িতে উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছিলেন খোদ মেয়র পারিষদ দিলীপ বর্মণ। উচ্ছেদ অভিযান আটকে দিল তৃণমূলের শ্রমিক সংগঠন। দলের ঝান্ডা হাতে, উচ্ছেদ অভিযানে আসা পৌরকর্মীদের ভাগালেন তৃণমূলের শ্রমিক নেতারাই। দলের ঝান্ডা হাতে, উচ্ছেদ অভিযানে আসা পৌরকর্মীদের তাড়িয়ে দিলেন তৃণমূলের শ্রমিক নেতারাই।

ফলে এদিন নিয়ে পরপর দু’দিন অভিযানে গিয়ে বাধার মুখে পড়তে হল তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পুরনিগম কর্তৃপক্ষকে। বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকল দলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। ঘটনায় শহর শিলিগুড়ির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবারও এভাবেই বাধার মধ্যে ফিরতে হয়েছিল কর্মীদের। খোদ মেয়র পারিষদ দিলীপ বর্মণ প্রকাশ্যেই বলেন বিকল্প জায়গা না দিলে এই দোকানপাট ভাঙতে দেব না। ওরা আমার ভোটার। এদিন ফের তৃণমূলের শ্রমিক ইউনিয়ন একই দাবি সামনে রেখে ফিরিয়ে দেয় পৌর কর্মীদের। প্রবল চাপের মুখে ফিরে আসেন পুর কর্মীরা। 

মাস দেড়েক আগে নবান্নর সভাঘর থেকে ফুটপাথ দখলমুক্ত করার ক্ষেত্রে কঠোর বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছিল শিলিগুড়ি পুরনিগম কর্তৃপক্ষ। বেআইনি উচ্ছেদ তুলতে গিয়ে মঙ্গলবার শাসক কাউন্সিলরের কাছে বাধা পায় পুরনিগম। এবার বাধা দিল শাসক শ্রমিক সংগঠন। রীতিমতো দলীয় পতাকা হাতে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভের মুখে পড়ে কার্যত অভিযান অর্ধসমাপ্ত রেখেই ফিরতে হল পুরকর্মীদের। জানা গিয়েছে, এদিন মাল্লাগুড়ি এলাকা থেকে শুরু হয় ফুটপাথ দখলমুক্ত অভিযান। যদিও এক কিলোমিটার না পেরোতেই অভিযান বন্ধ করে দিতে হয়। তবে পুরনিগম স্পষ্ট করেছে অভিযান চলবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই। অন্যদিকে বিক্ষোভকারীরা জানাচ্ছেন, শুধু পুনর্বাসন নয়, সময়ও দিতে হবে৷ এভাবে হটকারি উচ্ছেদ চলবে না।