Siliguri: মেয়রের নাম করে চাওয়া হচ্ছে টাকা, মেসেজ যাচ্ছে Cong-Bjp-TMC কাউন্সিলরদের কাছে, শোরগোল শিলিগুড়িতে
Siliguri: এদিন বোর্ড সভায় এ নিয়ে বিস্তারিত জানান বিজেপি কাউন্সিলর শালিনী ডালমিয়া। তিনিও জানান, সকালে মেসেজ করে টাকা চাওয়া হয়েছে। একই অভিযোগ জানান তৃণমূল কাউমসিলর সঞ্জয় শর্মাও। টাকা চাওয়ার কথা শোনা যায় তাঁর মুখে।
শিলিগুড়ি: শিলিগুড়িতে মেয়র গৌতম দেবের নাম করে একাধিক কাউন্সিলরের কাছে টাকা চাইছে প্রতারকেরা। উঠে আসছে এমনই অভিযোগ। একটি Whatsapp নম্বর থেকে গৌতম দেবের ছবি ব্যবহার করে টাকা চাওয়া হচ্ছে বলে খবর। যে নম্বরটি দিয়ে ওই অ্যাকাউন্ট খোলা তারই ডিসপ্লে পিকচারে রয়েছে গৌতম দেবের ছবি। নামের জায়গাতেও তাঁরই নাম লেখা। ওই নম্বর থেকেই কংগ্রেস, সিপিএম, বিজেপি ও তৃণমূল কাউন্সিলরদের কাছে ম্যাসেজ পাঠানো হচ্ছে। এদিন বোর্ড সভায় এ নিয়ে বিস্তারিত জানান বিজেপি কাউন্সিলর শালিনী ডালমিয়া। তিনিও জানান, সকালে মেসেজ করে টাকা চাওয়া হয়েছে।
একই অভিযোগ জানান তৃণমূল কাউমসিলর সঞ্জয় শর্মাও। টাকা চাওয়ার কথা শোনা যায় তাঁর মুখে। এদিকে এ খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে এলাকার রাজনৈতিক মহলে। বিষয়টা যে হচ্ছে তা মানছেন মেয়র গৌতম দেবও। বলেন, “কংগ্রেস কাউন্সিলরের কাছেও টাকা চাওয়া হয়েছে। আমার ছবি ব্যবহার হচ্ছে।”
যে নম্বর থেকে ওই মেসেজ আসছে বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যেই তা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের কাছে জানিয়েছেন মেয়র। পুলিশের খাতায় দায়ের হয়েছে অভিযোগ। তদন্তও শুরু হয়েছে। ঘটনা নিছকই প্রতারণার ঘটনা নাকি এর পিছনে কোনও রাজনৈতিক ইস্যু রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।