Siliguri: দেড় হাজার কোটির সম্পত্তি? বিজেপি পুরনিগম ঘেরাও করতেই সুকান্তকে পাল্টা চ্যালেঞ্জ ডেপুটি মেয়রের
Siliguri: সকালে বোমাটা ফাটান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, দেড় হাজার কোটির সম্পত্তি রয়েছে ডেপুটি মেয়র রঞ্জন সরকারের। রাজ্যে এবং বেঙ্গালুরুতে প্রচুর সম্পত্তি রয়েছে তাঁর। কীভাবে এত টাকা? প্রশ্ন তুলে পথে নেমেছে পদ্ম শিবির।
শিলিগুড়ি: বিত্তবান কাউন্সিলর, ডেপুটি মেয়রের দেড় হাজার কোটি সম্পত্তি কিভাবে? সুকান্তের নির্দেশে পুরনিগম ঘেরাও বিজেপির, পাল্টা আইনি নোটিস পাঠানোর কথা বললেন ডেপুটি মেয়র। লোকসভায় শোচনীয় হার, নিজেদের ওয়ার্ডে লিড না পাওয়ায় এমনিতেই সর্বোচ্চ নেতাদের দলীয় তদন্তে আতস কাচের নিচে শিলিগুড়ির তৃণমূল নেতারা। এরই মাঝে সরকারি জমি কেনাবেচায় একাধিক শাসক নেতা গ্রেফতার হয়েছেন। এ নিয়ে জেলা তৃণমূলের প্রবল অস্বস্তির মাঝেই এবার পুরনিগমের ডেপুটি মেয়র, শাসক কাউন্সিলরদের বিপুল সম্পত্তি বৃদ্ধির অভিযোগ নিয়ে আন্দোলনে বিজেপি।
সকালে বোমাটা ফাটান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, দেড় হাজার কোটির সম্পত্তি রয়েছে ডেপুটি মেয়র রঞ্জন সরকারের। রাজ্যে এবং বেঙ্গালুরুতে প্রচুর সম্পত্তি রয়েছে তাঁর। কীভাবে এত টাকা? এরপরেই শাসক কাউন্সিলর ও মেয়র পারিষদদের সম্পত্তি কত তা জানতে পুর নিগম ঘেরাও করে বিজেপি। জেলা সভাপতি অরুণ মণ্ডলের অভিযোগ, কাটামানির টাকায় সম্পদ বাড়িয়েছেন ডেপুটি মেয়র। বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে নানা ক্ষেত্রে কাটমানির জেরেই তৃণমূল কাউন্সিলরদের সম্পদ বাড়ছে।
যদিও পাল্টা সুর চড়িয়েছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। পাল্টা চ্যালেঞ্জ করেছেন সুকান্ত মজুমদারকে। সাংবাদিক বৈঠক করে বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী প্রমাণ দিন আমার সম্পদ দেড় হাজার কোটির। আমি আইনি নোটিস পাঠাচ্ছি। সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করছি।”