GTA Results 2022: পাহাড়ে বোর্ড গঠনের পথে এগিয়ে অনীত থাপারা, পাহাড়ে খাতা খুলল তৃণমূল

GTA Results 2022: শেষ পাওয়া খবরের ট্রেন্ড অনুযায়ী, জিটিএ-তে অনীত থাপা, তৃণমূলের কংগ্রেসের বন্ধু দলের ক্ষমতায় বসার জায়গাটা অনেকটাই পাকা হয়ে গিয়েছে।

GTA Results 2022: পাহাড়ে বোর্ড গঠনের পথে এগিয়ে অনীত থাপারা, পাহাড়ে খাতা খুলল তৃণমূল
পাহাড়ে খাতা খুলল তৃণমূল
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2022 | 12:39 PM

দার্জিলিঙ: জিটিএ-তে ৪৫ টি আসনের ভোটগণনা। গণনা শুরুর প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই পাহাড়ে খাতা খুলেছে তৃণমূল। ডালি আসনে জয়ী হয়েছেন বিনয় তামাঙ্গ। সোনাদা আসনে জয়ী অনীত থাপার দল। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিজিপিএম এগিয়ে ১৫ টি আসনে, হামরো পার্টি এগিয়ে ৬ টি আসনে, তৃণমূল ৫ টি আসনে এগিয়ে। নির্দল ৫টি আসনে এগিয়ে।

১০ বছর পর জিটিএ নির্বাচন হল। এই প্রতিবেদনটি যখন প্রকাশিত হচ্ছে, তখনকার পাওয়া খবরের ভিত্তিতে অনীত থাপা ৮ টি আসনে এগিয়ে। অনীত থাপার দল ২টি আসনে জয়ী হয়ে তৃণমূলের খাতা খুলেছে। এর আগে জিটিএ-তে তৃণমূল কংগ্রেসের কোনও আসন ছিল না। গোর্খা জনমুক্তি মোর্চা, বিজেপি, জিএনএলএফ-সহ বেশ কিছু দল যারা নির্বাচনে লড়ছে না, তারাও নজর রেখেছে ফলাফলের দিকে। এদিকে আবার হামরো পার্টি সব আসনেই প্রার্থী দিয়েছিল। তৃণমূল কংগ্রেসও প্রার্থী দিয়েছিল, প্রতিদ্বন্দ্বিতা করেছে গোর্খা প্রজাতান্ত্র্রিক মোর্চা। মূলত তিনটি পার্টি প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

শেষ পাওয়া খবরের ট্রেন্ড অনুযায়ী, জিটিএ-তে অনীত থাপা, তৃণমূলের কংগ্রেসের বন্ধু দলের ক্ষমতায় বসার জায়গাটা অনেকটাই পাকা হয়ে গিয়েছে। অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ১৫ টি আসনে জিতে গিয়েছে। তৃণমূল জিতেছে পাঁচটি আসনে। এই দুটি দলের সম্মিলিত আসন সংখ্যা ২০তে পরিণত হয়েছে। গত পৌর নির্বাচনে উত্থান হয়েছে হামরো পার্টির। তারা জিতেছে ৬টি আসনে। নির্দলরা জিতেছে পাঁচটি আসনে।

তবে এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য, শিলিগুড়ির বিভিন্ন বিধানসভা আসনগুলি বিজেপির দখলে রয়েছে। কোনও কোনও জায়গায় বিজেপির বিধায়করা তৃণমূলে যোগ দিয়েছেন। শিলিগুড়ি মহকুমায় ফাঁসিদেওয়া, মাটিগাড়া, নকশালবাড়ি প্রত্যেকটি বিধানসভা আসন বিজেপির দখলে রয়েছে। ফলে প্রতিদ্বন্দ্বিতা না করলেই এক্কেবারে গ্রাস-রুটে থেকেও বিজেপি এই নির্বাচনের ওপর কড়া নজর রাখছে।