Mamata Banerjee in Darjeeling: কার্শিয়াং-এর বেটির সঙ্গে ‘ভাইপো’র বিয়ে, তাঁর কাছ থেকেই গোর্খা শিখবেন মমতা

Mamata Banerjee in Darjeeling: নেপালি কবি ভানুভক্তের জন্মদিন উপলক্ষ্যে বুধবার দার্জিলিংয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee in Darjeeling: কার্শিয়াং-এর বেটির সঙ্গে 'ভাইপো'র বিয়ে, তাঁর কাছ থেকেই গোর্খা শিখবেন মমতা
দার্জিলিং-এ মমতা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2022 | 6:14 PM

দার্জিলিং : খুব স্পষ্ট না হলেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নেপালি ভাষাতেই বক্তব্য শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দার্জিলিং-এর নেপালি কবি ভানুভক্তকে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি বোঝালেন, পাহাড়ের ভাষা শিখতে চান তিনি। ক্ষমতায় আসার পর থেকে বারবার পাহাড়ে ছুটে গিয়েছেন তিনি। আর এবার মমতা জানালেন পাহাড়ের এক পরিবারের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হচ্ছে বন্দ্যোপাধ্যায় পরিবার। মুখ্যমন্ত্রীর এক ভাইপোর সঙ্গে বিয়ে হবে কার্শিয়াং-এর এক যুবতীর।

এ দিন ভাঙা ভাঙা নেপালি ভাষায় কথা বলতে গিয়ে মমতা বলেন, ‘একটু আধটু ভুল হয়ে যায়। ক্ষমা করে দেবেন। কিন্তু না বললে তো কোনও দিনই শিখতে পারব না। আমি তো বলি এখানে এলে আমার সঙ্গে গোর্খা ভাষায় কথা বলবেন।’ সেই সঙ্গে তিনি আরও জানান, কার্শিয়াং-এর পাত্রীর সঙ্গে শীঘ্রই বিয়ে হবে তাঁর এক ভাইপোর। বিয়ে হলে তাঁর কাছ থেকেই গোর্খা শিখবেন বলে জানিয়েছেন মমতা। তিনি আরও জানান, তাঁর ভাইপো ও ওই যুবতী দুজনের পেশায় চিকিৎসক।

ভানুভক্তের মূর্তিতে মাল্যদান এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মমতা। এ দিন তিনি উল্লেখ করেন, সহজ, সরল, প্রাঞ্জল ভাষায় ভানুভক্তের লেখা কবিতা তাঁর মন ছুঁয়ে যায়। তিনি আরও বলেন, ভানুভক্ত কোনও ভেদাভেদ করতেন না। কোনও বড় মাপের মানুষ কখনও ভেদাভেদ করেন না। বিভেদ দূর করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, মহান ব্যক্তিরা কখনও ভেদাভেদ করেন না।

বুধবার বিকেলে দার্জিলিং-এর রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁদের সঙ্গে বৈঠক করেন মমতা। এ দিন সকালে জনসংযোগ করতে দেখা যায় মমতাকে। পাহাড়ের রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।