North Bengal University: সরকার কি রেজিস্ট্রারদের শোকজ় করতে পারে? এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেন NBU উপাচার্য
NBU: মুখ খুললেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের শো-কজ় করা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। বলছেন, 'রেজিস্ট্রারদের এভাবে সরাসরি শোকজ় করা যায় কি না, তা নিয়ে আমি খুব সন্দিহান।'
শিলিগুড়ি: রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের বৈঠকে ডেকেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু সেই বৈঠকে অনেক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারই অনুপস্থিত ছিলেন। গরহাজির থাকা ১৫ জন রেজিস্ট্রারকে ইতিমধ্যেই শোকজ় করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এরপরই মুখ খুললেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের শোকজ় করা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। বলছেন, ‘রেজিস্ট্রারদের এভাবে সরাসরি শোকজ় করা যায় কি না, তা নিয়ে আমি খুব সন্দিহান।’
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি, সরকারের তরফে এভাবে শোকজ় করা যায় না। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে সেই শোকজ় বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের। এদিন উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রেজিস্ট্রারদের শোকজ় বা জবাব চাইতে হলে, সেক্ষেত্রে তাঁরা কেউই সরকারি কর্মচারী নন। বিশ্ববিদ্যালয় সরকার পোষিত স্বশাসিত প্রতিষ্ঠান। তার আলাদা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থাকে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সব আধিকারিকের নিয়োগকর্তা এক্সিকিউটিভ কাউন্সিল। শোকজ় হোক বা অন্য কোনও শাস্তিমূলক ব্যবস্থা একমাত্র এক্সিকিউটিভ কাউন্সিলই করতে পারে।’
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও জানান, তিনি স্বাধীনভাবেই বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারছেন। উল্লেখ্য, এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোসের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাম্প্রতিক উপাচার্য নিয়োগ ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে কটাক্ষ করে ব্রাত্য বসু বলেছেন, রাজ্যপাল ‘পুতুল খেলা’ খেলছেন। তবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এদিন সেই নিয়ে প্রশ্ন করা হলে স্পষ্ট জানিয়ে দিলেন, স্বাধীনভাবেই কাজ করছেন তিনি।
এর পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যরা যেভাবে আজ রাজভবনের সামনে প্রতিবাদ-বিক্ষোভ দেখিয়েছেন, তা নিয়েও তীব্র আপত্তি রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের।