Siliguri Firing: ধৃত ভুয়ো ডেপুটি কালেক্টর কি কোনও পুলিশ আধিকারিকের ঘনিষ্ঠ? খতিয়ে দেখার আশ্বাস কমিশনারের

Siliguri:

Siliguri Firing: ধৃত ভুয়ো ডেপুটি কালেক্টর কি কোনও পুলিশ আধিকারিকের ঘনিষ্ঠ? খতিয়ে দেখার আশ্বাস কমিশনারের
কী বলছেন পুলিশ কমিশনার?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2022 | 7:50 PM

শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siligiri) পুলিশকর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। জমি মাফিয়াদের বিরুদ্ধে এক অভিযানে পুলিশ রাজ পাণ্ডে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সেই সময় ওই অভিযুক্ত পুলিশের হাত থেকে বাঁচতে গুলি চালিয়েছিল। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশকর্মী। অল্পের জন্য রক্ষে পেয়েছেন আইসি। অভিযুক্ত রাজ পাণ্ডে নিজেকে বিহারের ডেপুটি কালেক্টর পরিচয় দিয়ে এই কারবার চালাত বলে জানা গিয়েছে। নীলবাতি লাগানো একটি গাড়িতেও ঘোরাঘুরি করত। এরই মধ্যে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য।

জানা গিয়েছে, অভিযুক্ত রাজ পান্ডে গ্রেফতারির সময় নিজেকে বাঁচাতে শিলিগুড়ির এক অতিরিক্ত পুলিশ কমিশনার এবং এক পুলিশ আধিকারিকের ঘনিষ্ঠ বলে নিজের পরিচয় দিয়েছিল। এদিন বিকেলে সাংবাদিক বৈঠকের সময় শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, যে অভিযোগগুলি আসছে, সেগুলি আমরা তদন্ত করে দেখব। কেস ইতিমধ্য়েই চলছে, সেক্ষেত্রে তদন্ত হবে এবং নানান রকম জিনিস উঠে আসতে পারে।”

যে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে অভিযুক্তের থেকে সেটি নিয়েও বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ জানাচ্ছে, নাগাল্যান্ড থেকে লাইসেন্সপ্রাপ্ত যে রিভলবারটি অভিযুক্ত রাজ পাণ্ডের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, সেটিও বিভিন্ন জাল কাগজপত্র দেখিয়ে নাগাল্যান্ড থেকে নেওয়া। পাশাপাশি আরও নিত্যনতুন তথ্য উঠে আসতে শুরু করেছে অভিযুক্ত রাজ পাণ্ডেকে ঘিরে। জানা গিয়েছে, শিলিগুড়িতে এক ব্যক্তিকে ঠকিয়ে সাত লক্ষ টাকা নিয়েছিলেন ওই অভিযুক্ত। অভিযোগ উঠছে, এলাকায় জমি দখল, নানা লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে দুই পুলিশ আধিকারিকের ঘনিষ্ঠ পরিচয় দিয়েই শিলিগুড়িতে তোলাবাজি করতেন ওই রাজ পাণ্ডে।

গতকাল জমি মাফিয়াদের বিরুদ্ধে এক অভিযান চালিয়েছিল পুলিশ। সেই সময় রাজ পাণ্ডকে গ্রেফতার করতে গেলে গুলি চালায় সে। পরপর দুটি গুলি চালায়। একটি গুলিতে আহত হন পুলিশকর্মী রবীন্দ্রনাথ সরকার। অপর গুলিটি চালানো হয়েছিল আইসি অনির্বাণ রায়কে লক্ষ্য করে। তবে অল্পের জন্য রক্ষা পান আইসি। আইসি অভিযুক্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে গুলিটি গিয়ে লাগে অভিযুক্তর  পায়ে।