Mamata Banerjee: পাহাড়ের রাস্তায় নিজের হাতে ফুচকা বানালেন মমতা, খাওয়ালেনও সবাইকে
Mamata Banerjee: জিটিএ শপথগ্রহণ পর্ব ছিল মঙ্গলবার। সেই শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বেরিয়ে এরিচমন্ড হিল থেকে চিড়িয়াখানার দিকে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর চোখে পড়ে একটি ফুচকার স্টল।
দার্জিলিং : মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনিক দায়িত্বভার সামলানোর পাশাপাশি মমতার (West Bengal CM Mamata Banerjee) যে আরও অনেক দক্ষতা রয়েছে, সে কথা নিজেই মাঝেমধ্যে বলে থাকেন। শুধু বলা নয়, করেও দেখিয়েছেন। কখনও চায়ের দোকানে গিয়ে চা বানিয়েছেন। কখনও আবার মোমোর দোকানে গিয়ে মোমো বানিয়েছেন। বীরভূমে গিয়ে একবার ভাতের হোটেলে ঢুকে খুন্তিও নাড়িয়েছিলেন। আর এবার সেই তালিকায় যোগ হল ফুচকা। বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ (GTA) শপথগ্রহণ পর্ব ছিল মঙ্গলবার। সেই শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বেরিয়ে এরিচমন্ড হিল থেকে চিড়িয়াখানার দিকে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর চোখে পড়ে একটি ফুচকার স্টল। আর দেখা মাত্রই সিদ্ধান্ত। সোজা ঢুকে পড়েন ফুচকার স্টলে। নিজে হাতে ফুচকা বানিয়ে খাওয়ান সবাইকে।
মুখ্যমন্ত্রীকে এভাবে ফুচকার দোকানে ঢুকে ফুচকা সাজাতে দেখে নিমেষের মধ্যে ভিড় হয়ে যায়। কচি কচি ছেলেমেয়েরা এসে ভিড় করে মুখ্যমন্ত্রীর সামনে। শুধু খুদেরাই নয়, ভিড় জমান বড়রাও। মুখ্যমন্ত্রীও অবশ্য কাউকে নিরাশ করেননি। ফুচকা বানিয়ে খাওয়ান সবাইকে। একটি সাদা প্লাস্টিকের চামচ দিয়ে ফুচকা ফুটো করেন। তারপর তাকে আলু-মটরের পুর ভরেন। তারপর টক জলও ভরেন ফুচকার মধ্যে। এরপর কাউকে থার্মোকলের বাটিতে তো আবার কাউকে কাগজের প্লেটে করে পরিবেশন করেন ফুচকা।
পাহাড়ের প্রতি যে মমতার আলাদা টান রয়েছে, সে কথা বোঝাতে কখনও কোনও খামতি রাখেননি মুখ্যমন্ত্রী। মঙ্গলবারও জিটিএ শপথগ্রহণ অনুষ্ঠানে মমতাকে বলতে শোনা গিয়েছে, তিনি পাহাড়ের দখল নিতে আসবেন না, তিনি আসবেন পাহাড়কে ভালবাসতে। এর আগে চলতি বছরেই যখন মমতা পাহাড়ে এসেছিলেন, তখন এক মোমোর স্টলে ঢুকে নিজে হাতে মোমো বানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে পূর্ব মেদিনীপুরের দিঘায় গিয়ে একটি চায়ের দোকানে ঢুকে চা বানিয়েছিলেন মমতা। আর এবার একেবারে নিজে হাতে ফুচকা বানিয়ে সবাইকে খাওয়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হাতে ফুচকা খেয়ে খুশি কচিকাচারাও।