Ananta Maharaj: বনসল-সাক্ষাৎ শেষে অনন্ত মহারাজ বললেন, ‘আমি যা বলেছি সেটাই ফাইনাল’

Siliguri: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ফের নতুন করে উত্তরবঙ্গের রাজনীতিতে নিত্য নতুন মোড়।

Ananta Maharaj: বনসল-সাক্ষাৎ শেষে অনন্ত মহারাজ বললেন, 'আমি যা বলেছি সেটাই ফাইনাল'
অনন্ত মহারাজ ও নিশীথ প্রামাণিক।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2022 | 10:16 PM

শিলিগুড়ি: শিলিগুড়িতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের সঙ্গে দেখা করলেন দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (GCPA) অনন্ত মহারাজ (Ananta Maharaj)। সাক্ষাৎ করলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকও। রবিবারের এই সাক্ষাৎ ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উত্তরবঙ্গর ‘ভাগাভাগি’র রাজনীতি।

গত কয়েকদিন ধরে বারবার বোমা ফাটিয়ে চলেছেন গ্রেটার কোচবিহারের অনন্ত মহারাজ। দু’দিন আগেই নিশীথ প্রামাণিকের বাড়িতে গিয়ে বৈঠক করেছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে অনন্ত মহারাজ দাবি করেছিলেন, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা নাকি সময়ের অপেক্ষা। যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সেদিন এ নিয়ে কোনও কথাই বলতে চাননি। এড়িয়ে গিয়ে বলেন, “অনন্ত মহারাজের সঙ্গে আমার ভাল সম্পর্ক রয়েছে। উনি মাঝেমধ্যেই আসেন, খোঁজ খবর রাখেন। আমিও যাই ওনার ওখানে। স্বাভাবিকভাবে খুব আন্তরিক হৃদ্যতার সম্পর্ক রয়েছে। সেই জন্য এসেছেন।”

রবিবার অর্থাৎ আজ আবারও সেই একই দাবি করলেন অনন্ত মহারাজ। বনসলের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে অনন্ত মহারাজ বলেন, “যা হবে তা ফিল্ডেই দেখবেন। যে যাই বলুক, যা হবে তা ভালোই হবে। তবে আমি কিন্তু বলিনি সিদ্ধান্ত হয়েছে। যা হবে দেখবেন। সব বিষয়েই আলোচনা করেছি। আমি যা বলেছি সেটাই ফাইনাল।”

এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এদিনই শিলিগুড়িতেই বলতে শোনা গিয়েছে, “জিসিপিএ একটি সামাজিক সংগঠন। তার সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভাল। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত এই ধরনের কোনও তথ্য, খবর, আশ্বাস যাই বলুন না কেন কোনওটাই আমাদের কাছে আসেনি।”

অন্যদিকে এদিন বনসল-সাক্ষাতের পর অনন্ত মহারাজের বক্তব্য নিয়ে প্রশ্ন করতেই আরও একবার এড়িয়ে গেলেন নিশীথ। বললেন, “কী বলেছেন তা ওনার কাছেই বিস্তারিত জানতে পারবেন। আমার সঙ্গে বনসলজির একেবারে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। উনি প্রথম এসেছেন উত্তরবঙ্গে। ওনাকে স্বাগত জানাতেই এসেছি।” পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ফের নতুন করে উত্তরবঙ্গের রাজনীতিতে নিত্য নতুন মোড়।