বিজেপি নেতা শুভেন্দুর আজ প্রথম দলীয় জনসভা, কেতুগ্রামে তাকিয়ে বাংলা
এদিন শুভেন্দুর সভার বিশেষ তাত্পর্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
পূর্ব বর্ধমান: আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন রবিবার। আর বিজেপি নেতা হিসাবে মঙ্গলবার প্রথম জনসভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে দলীয় জনসভায় হাজির থাকার কথা রয়েছে তাঁর। কান্দরার মাঠেন জনসভা করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই সভাতেই তিনি যোগ দেবেন বলে সোমবার বিধানসভা থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী।
কেতুগ্রামে আপাতত প্রস্তুতি তুঙ্গে। বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম জনসভা থেকে শুভেন্দু কী বার্তা দেন, তাকিয়ে রাজনৈতিক মহল। উল্লেখ্য, শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরই জেলায় জেলায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। অনেক জায়গায় শুভেন্দু অধিকারীর কুশপুতুলও পোড়ান হয়। পূর্ব বর্ধমানেও একাধিক জায়গায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
আরও পড়ুন: ‘আর কিছুদিন আছো, করে খাও’, দুয়ারে সরকারের বরাদ্দ বৃদ্ধি নিয়ে কটাক্ষ দিলীপের
তবে বর্ধমান শহরে ধীরে ধীরে থাবা বসাচ্ছে বিজেপি। কালনা আর পূর্বস্থলীতে আগে থেকেই প্রভাব ছিল বিজেপির। এবার ধীরে ধীরে কেতুগ্রামের দিকে নজর বাড়িয়েছে গেরুয়া শিবির। শনিবারই জেলার এক সাংসদ সুনীল মণ্ডল ও দুই বিধায়ক বিশ্বজিত্ কুণ্ডু ও সৈকত পাঁজা বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদেরও ‘বিশ্বাসঘাতক’ বলে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলকর্মীরা। এদিন শুভেন্দুর সভার বিশেষ তাত্পর্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।