Firhad Hakim: আইনবিরুদ্ধ কথা বলেছেন অমিত শাহ, অর্জুন মৃত্যুতে সিবিআই তদন্ত নিয়ে কড়া প্রতিক্রিয়া ফিরহাদের
Firhad Hakim: সেন্ট্রাল এজেন্সির ঘাড়ে কটা মাথা আছে যে অমিত শাহের সিদ্ধান্তের উপর কথা বলবে? এদিন অমিত শাহের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এভাবেই কড়া প্রতিক্রিয়া দিলেন পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই সঙ্গে তীব্র কটাক্ষ করলেন বিজেপিকেও।
কলকাতা: কলকাতায় বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যু নিয়ে এদিন দিনভর তীব্র চাপানউতর চলল বঙ্গ রাজনীতির অন্দরে। অর্জুনের মৃত্যু খুন নাকি আত্মহত্যা? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এদিকে এদিনই কলকাতায় পা রেখে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। যা নিয়ে নিয়েও জোরদার চর্চা চলছে রাজনৈতিক মহলে। এবার এই ইস্যুতে অমিত শাহকে এক হাত নিতে দেখা গেল রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। যা নিয়েই ফের শুরু হয়েছে নতুন চর্চা।
শুক্রবার বারুইপুর পুরসভার নতুন ভবনের উদ্বোধন করতে এসে অমিত শাহের করা মন্তব্য নিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান ফিরহাদ। কলকাতায় বিজেপি কর্মীর মৃত্যু প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন সেন্ট্রাল এজেন্সি তদন্ত করলে সেটা আইন বিরুদ্ধ হবে। যখন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী বলে দিচ্ছেন এটা খুন, তখন তদন্ত প্রভাবিত হবে। এটা উনি বলতে পারেন না। ওই রকম একটা আসনে বসে এ ধরনের মন্তব্য করা তাঁর জন্য শোভা পায় কিনা, তা বাংলার মানুষ দেখবে। ফরেনসিক, পুলিশ রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্টকে তোয়াক্কা না করে উনি এটা বলে দিলেন। সেন্ট্রাল এজেন্সির ঘাড়ে কটা মাথা আছে যে অমিত শাহের সিদ্ধান্তের উপর কথা বলবে? এটা বেআইনি। আমি আশা করব হাইকোর্টের বিচারপতিরা বিষয়টি তাদের পর্যবেক্ষণে রাখবেন”।ফিরহাদের এই মন্তব্য নিয়েই বাংলার রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোরদার চর্চা। প্রসঙ্গত, বগটুই থেকে শুরু করে হাঁসখালি, সাম্প্রতিককালে ঘটে যাওয়া একের পর এক মামলায় সিবিআই তদন্তে চাপে পড়েছে বাংলার সরকার। সেখানে এবার অর্জুন চৌরাসিয়ার মৃত্যুতে সিবিআই তদন্ত শুরু হলে যে অস্বস্তি আরও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।
এদিকে রাজ্যে এসে রাজ্যেরই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে মমতার সরকারকে তীব্র ভাষায় কটাক্ষও করতে দেখা গিয়েছে অমিত শাহকে। এই প্রসঙ্গে এদিন ফিরহাদ বলেন, “উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, যেখানে সত্যি সত্যি আইন-শৃঙ্খলার অবনতি দেখতে পাওয়া যায়, সেখানে যেতে উনি ভয় পান। তখন তো উনি মৌনব্রত পালন করেন। যত লাফালাফি এসে বাংলায় করেন, যেখানে সব ঠিক আছে। কোনও মৃত্যুকেই আমরা কেউ সমর্থন করিনা। সব মৃত্যুই দুঃখের। এই ছেলেটা আমি শুনেছি গত নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করেছে।কিন্তু, সেটা বড় কথা নয়। যা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখের”। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক তথা স্পিকার বিমান বন্দোপাধ্যায় ও সাংসদ মিমি চক্রবর্তী।