বিজেপি কথা রাখেনি, চার বছর পরও ত্রিপুরায় সপ্তম পে কমিশন চালু হয়নি: মানিক সরকার
বিজেপির 'ডবল ইঞ্জিন সরকারের' প্রতিশ্রুতিকে ফাঁপা বলে দাবি করে মানিক জানান, যে প্রতিশ্রুতি দিয়ে উত্তর-পূর্বের ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় এসেছিল, তা কিন্তু এখনও পূরণ হয়নি।
আলিপুরদুয়ার: বছর চারেক আগে ‘চলো পাল্টাই’ স্লোগানে ভর করে ত্রিপুরায় বামেদের ২৫ বছরের শাসনকালের অবসান ঘটিয়েছিল বিজেপি। মঙ্গলবার বাংলায় এসেও ফের সেই স্লোগান তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, ঠিক সেই সময়েই উত্তরবঙ্গে দাঁড়িয়ে মানিক সরকার তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় সরকারকে। বিজেপির ‘ডবল ইঞ্জিন সরকারের’ প্রতিশ্রুতিকে ফাঁপা বলে দাবি করে মানিক জানান, যে প্রতিশ্রুতি দিয়ে উত্তর-পূর্বের ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় এসেছিল, তা কিন্তু এখনও পূরণ হয়নি।
মঙ্গলবার আলিপুরদুয়ারে সংযুক্ত মোর্চার সমর্থনে সভা করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর সঙ্গে একই মঞ্চে হাজির থেকে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ শানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। জনসভায় উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও।
নিজের বক্তব্যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সে রাজ্যের বিভিন্ন উদাহরণ টেনে ডবল ইঞ্জিনের সরকারের তুমুল সমালোচনা করেন। তিনি বলেন, “ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় এসেছে বিজেপি। সেখানেও ভোটের আগে সরকারি কর্মচারীদের মন জয় করার জন্য সপ্তম পে কমিশন চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু চার বছর কেটে যাওয়ার পরও সপ্তম পে কমিশন চালু করেনি বিজেপি।”
আরও পড়ুন: সে দিন ‘দিদির’ চিঠি পেয়ে মোদীর মন খুশিতে ভরে গিয়েছিল
তিনি আরও দাবি করেন, “আগে আমরা ১০০ দিনের কাজে ত্রিপুরার মানুষকে ৮০/৯০ দিন দিতাম। এখন মাত্র ৩৫ দিন দিচ্ছে বিজেপি সরকার। তাও ১০০ দিনের কাজের টাকা তুলতে গেলে অর্ধেক টাকা বিজেপি নেতারা ছিনিয়ে নিচ্ছে। না দিলে ভবিষ্যতে কাজ দেওয়া হবে না বলে হুমকি দিচ্ছে বিজেপি। তাই বলছি কোন দোদুল্যতা নয়। যারা ভাবছেন এবার রাম পরে বাম তারা ভুল ভাবছেন। এমন হয় না।”
আরও পড়ুন: ‘আক্রান্ত’ বিজেপি প্রার্থী পাপিয়া, টিপে ধরা হল গলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে