ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই!
বাকি যাত্রীদের চিত্কারে তাঁর টনক নড়ে। যুবকের জ্যাকেটের কলার চেপে ধরেন তিনি।
হুগলি: ট্রেন স্টেশনে ঢুকছে। ঠিক এই মুহূর্তেই দরজার সামনে দাঁড়ানো তরুণীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়েছিল সে। এরপর এক্কেবারে ফিল্মি কায়দায় প্ল্যাটফর্মের বিপরীত দিকের দরজা দিয়ে লাফ দেয়। জেনারেল কামরা পেরিয়ে ওঠে পড়ে পিছনের মহিলা কামরায়। তবুও মেলে না রেহাই। এক বাদাম বিক্রেতার হাতে ধরা পড়ে যায় কীর্তিমান! শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হাওড়া বর্ধমান মেন লাইনের বৈঁচিগ্রাম স্টেশনে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ট্রেন হুগলির (Hooghly) সিমলাগড় স্টেশন ঢুকতেই গেটের সামনে এসে দাঁড়ান ওই যাত্রী। সেই সময় তাঁর হাত থেকে মোবাইলটি ছিনতাই করে উল্টো দিকের দরজা দিয়ে লাফ দেয় ওই যুবক। ঘটনার আকস্মিকতায় সেসময় কিছুই ঠাওর করতে পারেননি ওই তরুণী।
যুবক ট্রেনের পিছনের দিকে কয়েকটা জেনারেল কামরা বাদ দিয়ে মহিলা কামরা উঠে যায়। আর ঠিক সেই সময় ট্রেন থেকে নামছিলেন শেখ মোবারক নামে এক হকার। তিনি ট্রেনে বাদাম বিক্রি করেন। বাকি যাত্রীদের চিত্কারে তাঁর টনক নড়ে। যুবকের জ্যাকেটের কলার চেপে ধরেন তিনি।
আরও পড়ুন: মামাবাড়ি থেকে ট্রেন দেখতে গিয়েছিল ছোট্ট শিশু, দলা পাকিয়ে গেল দেহ
বাদাম বিক্রেতার তত্পরতায় ওই ছিনতাইকারীকে ধরে ফেলেন বাকি যাত্রীরা। উদ্ধার করা হয় মোবাইলটি। তবে ওই যুবককে গণধোলাইয়ের পর ছেড়ে দেন তাঁরা।