মদের ঠেকে আবগারি দফতরের হানা, তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু!

আচমকা আবগারি দফতরের কর্তারা হানায় পড়িমরি করে দৌড় লাগায় বিক্রেতা সহ খদ্দেররা। ভয়ে দৌড় দিয়ে নদীতে ঝাঁপ দেয় বাবলু মাল নামে বছর পঞ্চান্নের এক ব্যক্তি।

মদের ঠেকে আবগারি দফতরের হানা, তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু!
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 22, 2021 | 4:19 PM

হুগলি: বৃহস্পতিবার বিকালেও চোলাই ঠেকে জুটেছিল কয়েকজন। আচমকা আবগারি দফতরের কর্তারা হানায় পড়িমরি করে দৌড় লাগায় বিক্রেতা সহ খদ্দেররা। ভয়ে দৌড় দিয়ে নদীতে ঝাঁপ দেয় বাবলু মাল নামে বছর পঞ্চান্নের এক ব্যক্তি। তার পর দু’দিন ধরে নিখোঁজ ছিল সে। শনিবার সকালে কানা দামোদর নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনায় তীব্র উত্তেজনা হুগলির তারকেশ্বরের মির্জাপুরে।

পরিবার সূত্রে খবর, গত বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয় বাবলু। তার পর থেকেই নিখোঁজ সে। মৃতের পরিবারের অভিযোগ, এলাকায় দেদার বিকোচ্ছে চোলাই মদ। সেই মদের ঠেকেই গিয়েছিল বাবলু মাল। সেখানে আবগারি দফতরের কর্মীদের হানায় পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেয় সে। তার পর থেকে নিখোঁজ ছিল বাবলু।

শনিবার সকালে নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে তীব্র চাঞ্চল্য ছড়ায় মির্জাপুরে। এরপর পুলিশ এসে দেহটি উদ্ধার করার পর তা শনাক্ত করে পরিবারের লোকজন। এর পরই এলাকার বাসিন্দারা বিক্ষোভ শুরু করেছে। চোলাই মদ বিক্রেতা লালু মালিকের বাড়িতে চড়াও হয় বিক্ষুব্ধরা।

এদিকে চোলাই বিক্রেতা লালু বৃহস্পতিবার বাবলুকে মদ বিক্রি করার কথা স্বীকারও করে। তার দাবি, সেদিন বিকালে আবগারি দফতরের কর্মীদের হানায় সাইকেলে ফেলে রেখে দৌড় লাগায় বাবলু। সরকারি অফিসারদের তাড়া খেয়েই নদীতে ঝাঁপ দেয় সে বলে দাবি করে মদ বিক্রেতাও। এমনকি তার সাইকেলটিও আবগারি দফতরের কর্মীরা উদ্ধার করে নিয়ে যায় জানিয়েছে সে।

আরো পড়ুন: মেলেনি অ্যাম্বুল্যান্স, অসুস্থ মাকে গামছায় বেঁধে মোটর সাইকেল চালিয়ে হাসপাতালে গেলেন যুবক

তারকেশ্বরের আবগারি দফতরের এক উচ্চ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার বেশ কয়েকটি চোলাইয়ের ঠেকে তাঁরা অভিযান চালান। তবে কাউকে তাড়া করার কথা অস্বীকার করেছেন তিনি। জানান, ওই চোলাই ঠেক থেকে একটি সাইকেল উদ্ধার করা হয়েছিল শুধু।