Santanu Banerjee: শান্তনুর সঙ্গেও টলি যোগ? তৃণমূল নেতার ধাবার উদ্বোধনে অভিনেত্রী প্রিয়াঙ্কা

Santanu Banerjee: ২০২২ সালে এই ধাবার উদ্বোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী।

Santanu Banerjee: শান্তনুর সঙ্গেও টলি যোগ? তৃণমূল নেতার ধাবার উদ্বোধনে অভিনেত্রী প্রিয়াঙ্কা
শান্তনুর ধাবার উদ্বোধনে প্রিয়াঙ্কা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2023 | 6:19 PM

হুগলি: তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারের পরে নিয়োগ দুর্নীতিতে টলিউড যোগ উঠে এসেছে। এবার তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও টলিউড যোগের কথা জানতে পারা গিয়েছে। শান্তনুর ধাবার উদ্বোধন করেছিলেন টলি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ২০২২ সালে এই ধাবার উদ্বোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী।

জানা গিয়েছে, ২০২২ সালে রথের দিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ধাবাটির উদ্বোধন হয়। সংশ্লিষ্ট ধাবাটির ফেসবুক পেজের ছবি থেকে দেখা গিয়েছে সেটির উদ্বোধন করেন প্রিয়াঙ্কা। অভিনেত্রী খোদ ভিডিয়ো বার্তায় জানান, রেস্তোরাঁটির উদ্বোধনে সেখানে উপস্থিত থাকবেন তিনি। এরপর থেকেই স্পষ্ট হচ্ছে টলি যোগ।

উল্লেখ্য, বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় অভিনেতা বনি সেনগুপ্তকে (Bony Sengupta)। ওই দিন সকালে নিজের আয় ব্যয় সংক্রান্ত নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে পৌঁছন অভিনেতা বনি। অভিযোগ,কুন্তলের সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। সেই কারণেই তলব করা হয় তাঁকে।

ইডি সূত্রে খবর, শুধু বনি নন, ৬জন অভিনেতা অভিনেত্রী কেন্দ্রীয় এজেন্সির ব়্যাডারে রয়েছেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই ছ’জনের মধ্যে তিনজন অভিনেত্রীর অ্যাকাউন্টে কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে বিপুল পরিমাণে। কুন্তলের ৭৫টি অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, খুব শীঘ্রই এই ছ’জন অভিনেতা-অভিনেত্রীকে তলব করতে চলেছে ইডি। এই সবের মধ্যে আবার প্রিয়াঙ্কা সরকারের নাম উঠে আসায় বেড়েছে জল্পনা।