Arambagh : মাথায় বন্দুক ঠেকিয়ে বিজেপি কর্মীকে খুনের হুমকির অভিযোগ, মায়ের পেঠে লাথি, কাঠগড়ায় তৃণমূল

Arambagh : এ ঘটনায় ইতিমধ্যেই খানাকুল থানায় অভিযোগ জানানো হয়েছে বিজেপির তরফে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Arambagh : মাথায় বন্দুক ঠেকিয়ে বিজেপি কর্মীকে খুনের হুমকির অভিযোগ, মায়ের পেঠে লাথি, কাঠগড়ায় তৃণমূল
আক্রান্ত বিজেপি কর্মী
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 11:33 PM

আরামবাগ : বিজেপি কর্মীকে তৃনমুল পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের (Trinamool Congress) দিকে। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) খানাকুলের হরিশ্চক গ্রামে। অভিযোগ, ওই বিজেপি কর্মীকে বাঁচাতে এসে আক্রান্ত হয়েছেন ওই বিজেপি(BJP) কর্মীর মা। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম রবিশেখ কোলে। ওই বিজেপি কর্মী ও তার মা মমতা কোলেকে গুরুতর আহত অবস্থায় আরামবাগ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। 

সূত্রের খবর, গত শনিবার খানাকুলের গনেশপুরে বিজেপির একটি সভায় যোগ দিয়েছিলেন আক্রান্ত ওই বিজেপি কর্মী। অভিযোগ, এই ‘অপরাধেই’ এদিন তাঁকে বাড়ি থেকে স্থানীয় তৃণমুল পার্টি অফিসে তুলে নিয়ে যায় শাসকদলের কিছু লোকজন। সেখানেই তাঁকে বেধড়ক মারধর করা হয়। মাথায় বন্দুক ঠেকিয়ে খুনেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তাঁর মা। তবে মারমুখী তৃণমূল কর্মীদের হাত থেকে রক্ষা পাননি তিনিও। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পেটে লাথি মারা হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এলাকার শাসকদলের নেতাদের পাল্টা দাবি, তাঁদের এক কর্মীর বাড়িতে চড়াও হয়ে হুমকি দিয়েছেন ওই বিজেপি কর্মী। তবে মারধরের ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলে তাঁদের দাবি। 

এ ঘটনায় ইতিমধ্যেই খানাকুল থানায় অভিযোগ জানানো হয়েছে বিজেপির তরফে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, “কয়েকদিন আগে ভারতীয় জনতা পার্টির একটা কর্মসূচি হয়েছিল। সেই মিছিলে আমাদের অনেক কার্যকর্তা অংশগ্রহণ করেছিল। সেই মিছিলে রবিও অংশগ্রহণ করেছিল। আজকে ও মাঠে যাচ্ছিল। ওকে একা পেয়ে তৃণমূল কংগ্রেসের কিছু নেতারা ওকে তুলে নেয়ে যায়। পার্টি অফিসে বেধড়ক মারধর করা হয়। এমনকী বন্দুক ঠেকিয়ে খুনের হুমকিও দিয়েছে। ওর মা ওকে বাঁচাতে গেলে তাঁর পেটেও লাথি মারা হয়। প্রায় ১৫ জনের উপর তৃণমূলের লোকজন ছিল যখন এই ঘটনা ঘটে। আমরা থানায় এসে পুরো বিষয়টা জানিয়েছি। যদি ওদের গ্রেফতার না করা হয় তাহলে আমরা বড় আন্দোলনে সামিল হব।”  খানাকুল ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অনুপ মাইতি বলেন, “এরকম কোনও ঘটনাই ঘটেনি। বিজেপি অহেতুক এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে। আমাদের কর্মীকেই বিজেপির লোকজন মারধর করেছে, আমরা থানায় অভিযোগ দায়ের করব।”