Hooghly: হোটেল পছন্দ হয়নি, কেরল থেকে ফোন আসতেই তাণ্ডব ট্রাভেল এজেন্টের অফিসে

Hooghly: এক যুবক জানান, তাঁর দাদা বেড়াতে গিয়েছেন। সেখান থেকে ফোন আসাতেই ওই অফিসে যান তিনি।

Hooghly: হোটেল পছন্দ হয়নি, কেরল থেকে ফোন আসতেই তাণ্ডব ট্রাভেল এজেন্টের অফিসে
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 7:17 PM

হুগলি: কেরল বেড়াতে গিয়ে পছন্দ হয়নি হোটেলের ঘর। গাড়ি চেয়েও মেলেনি ঠিক সময়ে। ট্যুর শেষ হওয়ার আগেই ট্রাভেল এজেন্টের অফিসে তাণ্ডব চালানোর অভিযোগ এলাকারই একদল যুবকের বিরুদ্ধে। ট্রাভেল এজেন্টের অভিযোগ, মঙ্গলবার সকালে বাইক নিয়ে আচমকাই পৌঁছে যান বেশ কয়েকজন যুবক। পরিষেবা নিয়ে অভিযোগ তুলে চড়াও হন তাঁরা। একদল পর্যটক ওই সংস্থার মাধ্যমে কেরলে গিয়েছেন। তাঁদের মধ্যে একজন কাউন্সিলর আছেন বলেও দাবি ওই ব্যবসায়ীর। সেই পর্যটকদের দলটি অভিযোগ করাতেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি।

এদিন সকালে একসঙ্গে মোট ১৫ টি মোটর বাইকে অন্তত ৩০ জন যুবক যান ওই অফিসে। বেশির ভাগ বাইকেই তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো ছিল বলে অভিযোগ এজেন্সির কর্তার। অফিসে ভাঙচুর চালানোর হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। পুলিশি তৎপরতায় ভাঙচুর করার চেষ্টা ব্যর্থ হলেও ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে চুঁচুড়া ফুলপুকুর এলাকায়।

জানা গিয়েছে, আড়াই লক্ষ টাকার চুক্তিতে কেরল বেড়াতে নিয়ে গিয়েছে ওই সংস্থা। অভিযোগ পর্যটকদের মধ্যে রয়েছেন চন্দননগর পুরসভার এক কাউন্সিলর। ভ্রমণ সংস্থার অভিযোগ বাকি পর্যটকদের কোনও অসুবিধে নেই, শুধু কাউন্সিলর ও তার সঙ্গীদের আবদার মানা হয়নি বলেই সমস্যা। মধ্যরাতে পানশালায় যাওয়ার জন্য গাড়ি চাওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।

যাঁরা ওই সংস্থার অফিসে গিয়েছিলেন, তাঁদের মধ্যে এক যুবক জানান, তাঁর দাদা বেড়াতে গিয়েছেন। সেখান থেকে ফোন আসাতেই ওই অফিসে যান তিনি। প্রয়োজনে থানার দ্বারস্থ হবেন বলেও উল্লেখ করেছেন ওই যুবক।

এই ঘটনার পর কেরল থেকে ভিডিয়ো বার্তায় পর্যটকরা অভিযোগ করেন, ট্র্যাভেল এজেন্ট তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। তাঁদের দাবি প্যাকেজ অনুযায়ী কোনও কিছুই দেওয়া হয়নি তাঁদের, এসি গাড়ি দেওয়ার কথা থাকলেও সেটা দেওয়া হয়নি। হোটেলে জলের ব্যবস্থা ঠিকঠাক নেই বলেও অভিযোগ করেন তাঁরা। তাঁদের অভিযোগ, যেহেতু তাঁদের সঙ্গে একজন কাউন্সিলর এসেছেন, তাই নিজেদের দোষ ঢাকতে ওই কাউন্সিলরের নাম নিচ্ছেন সংস্থার মালিক। ঠিক মতো খাবার দেওয়া হচ্ছেনা বলেও অভিযোগ করেন তারা।