Arambag Fire: ‘আমাদের কর্মীরা বেরিয়ে আসে, তারপরই আগুন লাগায়’, পুড়ে ছাই তৃণমূলের দলীয় কার্যালয়

Arambag Fire: বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে এলাকার তৃণমূল নেতা কাঞ্চন মুন্সির নেতৃত্বে খড়ের চালার ওই দলীয় কার্যালয়টি তৈরি করা হয়।

Arambag Fire: 'আমাদের কর্মীরা বেরিয়ে আসে, তারপরই আগুন লাগায়', পুড়ে ছাই তৃণমূলের দলীয় কার্যালয়
তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন
Follow Us:
| Edited By: | Updated on: Jan 29, 2023 | 2:14 PM

আরামবাগ: তৃণমূলের (TMC) দলীয় কার্যালয়ে বিধ্বংসী আগুন। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে দলীয় কার্যালয়টি। সেই সঙ্গে পুড়ে গিয়েছে দুটি টিভি ও অসংখ্য দলীয় ফেস্টুন, ব‍্যানার,পতাকা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের (Arambag) বাতানল গ্রাম পঞ্চায়েতের চক হাজি গ্রামের মড়ার পাড় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই প্রথম দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আরামবাগ দমকল বাহিনী ও আরামবাগ থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে এলাকার তৃণমূল নেতা কাঞ্চন মুন্সির নেতৃত্বে খড়ের চালার ওই দলীয় কার্যালয়টি তৈরি করা হয়। এ বিষয়ে তৃণমূল নেতা কাঞ্চন মুন্সি বলেন, “শনিবার অনেক রাত পর্যন্তই এই পার্টি অফিসে আমাদের কর্মীরা ছিলেন। তারপর তাঁরা অফিসে চাবি দিয়ে বাড়ি যান। তারপরেই বেশ কয়েকজন দুষ্কৃতী অফিসে আগুন লাগিয়ে দেয়।”

দলীয় কার্যালয়টির পাশেই খড়ের গাদা ছিল। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুনের জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় তৃণমূল কর্মীরাও বিষয়টি নিয়ে সন্ধীহান। কেউ আগুন লাগিয়ে দিয়েছেন বলেই অভিযোগ তাঁদের। তবে কে বা কারা শাসক দলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দিল, তা নির্দিষ্ট করে কিছু বলেননি তাঁরা। তদন্ত শুরু করেছে পুলিশ।