WB Panchayat Elections: দিলীপকে পাশে বসিয়ে তৃণমূল নেতাদের গাছে বেঁধে মারার নিদান বিজেপি বিধায়কের
WB Panchayat Elections: যদিও পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে পদ্ম শিবিরকে কড়া আক্রমণ শানিয়েছেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সহ-সভাপতি স্বপন নন্দী। তাঁর দাবি, ভয় পেয়েই এসব বলছেন বিজেপি নেতারা।
আরামবাগ: হাতে মেরেকেটে আর ১২টা দিন। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখে জেলায় জেলায় মেগা প্রচারে নেমেছেন তৃণমূলের (Trinamool Congress) তাবড় তাবড় নেতারা। পিছিয়ে নেই বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফের মতো বিরোধী দলগুলি। এদিকে ভোটমুখী বাংলায় রোজই রাজ্য়ের নানা প্রান্তে থেকে আসছে লাগাতার হিংসার খবর। কখনও বিরোধী প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ, কোথাও গোলাগুলি, কোথাও বোমাবাজি, সিংহভাগ ক্ষেত্রেই অভিযোগের তির শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। এবার তৃণমূল নেতাদের পাল্টা গাছে বেঁধে মারা নিদান দিয়ে বিতর্কে জড়ালেন পুরশুড়ার বিজেপি বিধায় বিমান ঘোষ। যা নিয়ে তোলপাড় চলছে জেলার রাজনৈতিক মহলে।
আরামবাগের মায়াপুরে পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচারে গিয়ে পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, “তৃণমূল কংগ্রেসের বেশ কিছু হার্মাদ আমাদের কার্যকর্তাদের কোথাও হুমকি দিচ্ছে, কোথাও ভোটারদের হুমকি দিচ্ছে। কিন্তু, এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বিজেপির দমে লড়তে এসেছে। কোনও পুলিশের উপর ভরসা করে আমরা লড়ছি না। কিন্তু, তৃণমূলের কিছু চোর আছে যাঁরা আমাদের এখনও চোখ রাঙাচ্ছে। আমি বলছি কোথাও আমাদের প্রার্থীদের কোনও তৃণমূলের নেতা প্রচারে বাধা দিলে তাঁকে গাছে বেঁধে মারুন।” তাঁর এ মন্তব্য নিয়ে জোর বিতর্ক চলছে জেলার রাজনৈতিক মহলে। অন্যদিকে তিনি যখন এ মন্তব্য রাখছেন তখন মঞ্চে বসে আছেন জেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
যদিও পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে পদ্ম শিবিরকে কড়া আক্রমণ শানিয়েছেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সহ-সভাপতি স্বপন নন্দী। চাঁচাছোলা কটাক্ষবাণ শানিয়ে তিনি বলেন, “বিজেপি এখন ভয় পেয়েছে। চব্বিশে একটু লাফালাফি করবে। কিন্তু, ভোটের পর আবার গর্তে ঢুকে যাবে। ওরা তো এখন কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘোরে। তাই এসব কথা বলছে। ভোটে হেরে গেলে মুখো লিউকোপ্লাস্ট লাগিয়ে ঘুরবে।”