BJP workers: কেন্দ্রীয় প্রতিনিধি দল যেতেই চেপে বসছে ভয়! ফের হামলার আশঙ্কায় ভীত বিজেপি কর্মীরা
গত ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন সকালে তারকেশ্বর ব্লকের নাইটা মালপাহারপুর গ্রাম পঞ্চায়েতের আয়মা মালপাহারপুরের ১৪৮ নম্বর বুথের বিজেপি প্রার্থী নীলকান্ত বাগ-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
তারকেশ্বর: পঞ্চায়েত ভোট সংক্রান্ত হিংসায় ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী-সমর্থকদের পাশে দাঁড়াতে এ রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কিন্তু প্রতিনিধি দল পাশে দাঁড়িয়ে আশ্বাস দিলেও আতঙ্ক মুক্ত হতে পারছেন না বিজেপি কর্মীরা। তাঁদের আশঙ্কা, কেন্দ্রীয় প্রতিনিধি দল চলে গেলেই ফের হামলা হতে পারে তাঁদের উপর। এ রকমই আতঙ্ক গ্রাস করেছে হুগলি জেলার তারকেশ্বর ব্লকে। যদিও ভয়ের পরিবেশের কথা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের পাল্টা দাবি, তৃণমূলের দলীয় কার্যালয়ে রেখে সুরক্ষা দেওয়া হবে বিজেপি কর্মীদের।
গত ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন সকালে তারকেশ্বর ব্লকের নাইটা মালপাহারপুর গ্রাম পঞ্চায়েতের আয়মা মালপাহারপুরের ১৪৮ নম্বর বুথের বিজেপি প্রার্থী নীলকান্ত বাগ-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন কেন্দ্রের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। তাঁরা আক্রান্ত বিজেপি কর্মীদের আশ্বস্ত করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
যদিও কেন্দ্রীয় প্রতিনিধি দল চলে যাওয়ার পর আতঙ্কের প্রহর গুনছেন আক্রান্ত বিজেপি কর্মীরা। ভোটের দিন তৃণমূল গুন্ডাবাহিনীর হাতে আক্রান্তের ক্ষত এখনও শুকায়নি। এরই মধ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার কারণে ফের হামলার আশঙ্কা করেছেন আক্রান্ত বিজেপি কর্মীরা। এ বিষয়ে বিজেপি প্রার্থী নীলকান্ত বাগ বলেছেন, “আমাদের আশ্বাস দিয়ে গেল প্রতিনিধি দল। আমি প্রার্থী ছিলাম। ভোটের দিন আমাকে ও আমার সঙ্গীদের মেরেছিল। হাসপাতালে ভর্তি ছিলাম। এখনও রক্ত জমে আছে। ওদেরকে বিশ্বাস নেই। আবার আমাদের উপর হামলা হতে পারে।”
যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূলের দাবি, মণিপুরের ঘটনার মোড় ঘোরাতে বিজেপির এই নাটক। এ নিয়ে নাইটা মালপাহারপুর অঞ্চল সঞ্চালক সাইদুল মোল্লা বলেছেন, “বিজেপি কর্মীরা যদি সুরক্ষা চান তাঁদের আমাদের দলীয় কার্যালয়ে রেখে সুরক্ষা দেব।”