Uttarpara: উত্তরপাড়ায় গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় ‘নিখোঁজ’ পুলিশ কর্মীর ছেলে

Uttarpara: উত্তরপাড়া মাখলা সারদা পল্লী আবাসনের বাসিন্দা তথা জিআরপি কনস্টেবল যোগেশ যাদব। তাঁর ছেলে প্রিন্স যাদব নিখোঁজ। জানা গিয়েছে, প্রিন্স একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। সে অষ্টম শ্রেণিতে পড়ে।

Uttarpara: উত্তরপাড়ায় গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় 'নিখোঁজ' পুলিশ কর্মীর ছেলে
পুলিশ কর্মীর ছেলে নিখোঁজImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 6:31 AM

উত্তরপাড়া: নিখোঁজ পুলিশ কর্মীর ছেলে। গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়ে ওই নাবালক নিখোঁজ বলে খবর। ইতিমধ্যেই উত্তরপাড়া থানায় ডায়রি করছে পরিবার। উত্তরপাড়ার মাখলার ঘটনা।

উত্তরপাড়া মাখলা সারদা পল্লী আবাসনের বাসিন্দা তথা জিআরপি কনস্টেবল যোগেশ যাদব। তাঁর ছেলে প্রিন্স যাদব নিখোঁজ। জানা গিয়েছে, প্রিন্স একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। সে অষ্টম শ্রেণিতে পড়ে।

সোমবার বিকেলে অন্যান্য দিনের মতোই গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার নামে বাড়ি থেকে বের হয় সে। তবে রাত বাড়লেও বাড়িতে ফেরেনি ওই নাবালক এমনটাই দাবি পরিবারের।

এ দিকে, বাড়ির ছেলে বাড়িতে না ফেরে চিন্তায় পড়ে বাবা-মা। ফোন করে এ দিক ওদিক খোঁজ নেওয়া হয়। জিজ্ঞাসা করা হয় প্রিন্সের বন্ধুদেরও। তারা জানায় যে, সোমবার স্কুলে কোনও একটি বিষয় নিয়ে খুব কান্নাকাটি করছিল ওই যুবক।

ঘটনার পর নিখোঁজ ডায়রি করেছে পরিবার। তদন্তে নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাড়ি থেকে বেরোনোর সময় ছাত্রের পিছনে পিছনে এক যুবক যাতায়াত করছে।

উল্লেখ্য, উত্তরপাড়া মাখলায় এর আগে একাধিক বার অপরাধমূলক কার্যকলাপ ঘটেছে। তারপরেও পুরসভার অনেক সিসি ক্যামেরা অকেজো বলে অভিযোগ। যদিও, সেই অভিযোগ স্বীকার করেছেন পুরসভার উপ পুরপ্রধান খোকন মণ্ডল। তিনি জানান, দুঃখজনক ঘটনা। আগামী দিনে পুরসভার সিসি ক্যামেরা গুলি ঠিক করা যায় দেখা হবে। টি এন মুখার্জী রোডে আরও সিসি ক্যামেরা লাগাবার প্রয়োজন আছে।