সুকান্ত বাড়ি আসার পরই স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে বিজেপি নেতাকে হেনস্থার অভিযোগ

বিজেপি নেতা জানিয়েছেন, ২৮ জুলাই পঞ্চায়েত অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। পঞ্চায়েত অফিসে হাজির দেওয়ার নির্দেশের কারণ হিসেবে চিঠিতে লেখা আছে, ব্যবসায়িক উদ্দেশ্যে বিজেপি নেতা তাঁর বসত বাড়িতে ভাড়াটিয়া রেখে মুনাফা অর্জন করেছেন এবং তার জন্য কোনো বৈধ অনুমতি আছে কিনা পঞ্চায়েত তা জানতে চায়।

সুকান্ত বাড়ি আসার পরই স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে বিজেপি নেতাকে হেনস্থার অভিযোগ
বিজেপি নেতার বাড়িতে সুকান্ত মজুমদার। ফাইল ছবি।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 11:50 PM

চণ্ডীতলা: বাড়িতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার পর থেকেই শাসকদলের স্থানীয় নেতৃত্বের নজর পড়েছে তাঁর উপর। এমনকি স্থানীয় পঞ্চায়েতও বিভিন্ন অছিলায় তাঁকে হেনস্থা করার চেষ্টা চালাচ্ছে। এ রকমই বিস্ফোরক অভিযোগ করলেন হুগলি জেলার চণ্ডীতলা থানার মশাট গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা দেবব্রত ঘোষ। পঞ্চায়েত নির্বাচন মিটতেই তাঁকে তলব করেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। সেখানে বাড়িতে ভাড়াটিয়া রাখার বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়েছে। এর পরই প্রতিহিংসার অভিযোগো সরব ওই বিজেপি নেতা।

বিজেপি নেতা দেবব্রত ঘোষের দাবি, তিনি একজন সক্রিয় বিজেপি নেতা। পঞ্চায়েত ভোটের আগে গত মে মাসে তাঁর বাড়িতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি নেতা জানিয়েছেন, ২৮ জুলাই পঞ্চায়েত অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। পঞ্চায়েত অফিসে হাজির দেওয়ার নির্দেশের কারণ হিসেবে চিঠিতে লেখা আছে, ব্যবসায়িক উদ্দেশ্যে বিজেপি নেতা তাঁর বসত বাড়িতে ভাড়াটিয়া রেখে মুনাফা অর্জন করেছেন এবং তার জন্য কোনো বৈধ অনুমতি আছে কিনা পঞ্চায়েত তা জানতে চায়। বিজেপি নেতার আরও অভিযোগ, বিজেপি করার কারণে তাঁর বিরুদ্ধে এই ধরণের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তাঁর বাড়িতে কোনো ভাড়াটিয়া থাকে না বা তিনি ব্যবসা করেন না বলেও জানিয়েছেন ওই বিজেপি নেতা। তবে কয়েক জনকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। পুরো ঘটনা তিনি সুকান্ত মজুমদারকেও জানিয়েছেন।

এ বিষয়ে পঞ্চায়েত প্রধান সঞ্জিত দাড়ি বলেছেন, “এখানে কোনও রাজনৈতিক প্রতিহিংসার ব্যাপার নেই। উনি বৈধ ভাবে ব্যবসা করছেন কি না, তা পঞ্চায়েত জানতে চায়। সেকারণেই বৈধ নথি নিয়ে দেখা করতে বলা হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে।” পঞ্চায়েত ভোটের ফল প্রকাশিত হলেও আদালতের নির্দেশে আটকে রয়েছে নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া। তার আগে বিদায়ী পঞ্চায়েত বোর্ড এ ভাবে নোটিস পাঠাতে পারেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও জেলা শাসক পি দিপাপ প্রিয়া জানিয়েছেন, নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত বিদায়ী বোর্ড কাজ করতে পারে।