WB Panchayat Election 2023: চণ্ডীতলায় সিপিএম-আইএসএফের প্রচার মিছিলে হামলার অভিযোগ, আহত ৬

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল চন্ডীতলা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে হয়ে রয়েছে ওই এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

WB Panchayat Election 2023: চণ্ডীতলায় সিপিএম-আইএসএফের প্রচার মিছিলে হামলার অভিযোগ, আহত ৬
হাসপাতালে আহতেরা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2023 | 7:32 AM

চণ্ডীতলা: পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই রাজনৈতিক উত্তেজনারক পারদ চড়তে শুরু করে বঙ্গ রাজনীতিতে। মনোনয়ন পর্ব ঘিরে তা চরমে উঠেছিল। সেই অশান্তিতে বিরাম নেই। এখনও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রোজই হামলা, পাল্টা হামলা বোমাবাজি, গুলি চলার খবর আসছে। রবিবার হুগলি জেলার চণ্ডীতলার মাদপুরে প্রচার মিছিলে হামলার অভিযোগ উঠল। সিপিএম ও আইএসএফ-এর যৌথ নির্বাচনী প্রচার মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এর জেরে রীতিমতো সংঘর্ষ হয় দুপক্ষের। ঘটনায় আহত দুপক্ষের ৬ জন।আহতদের প্রথমে আইয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। যদিও প্রাথমিক চিকিৎসা পর পাঁচ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এক সিপিআইএম কর্মীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল চন্ডীতলা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে হয়ে রয়েছে ওই এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

সিপিআইএমের অভিযোগ, তাদের নির্বাচনী প্রচার মিছিলে হামলা চালায় তৃণমূলের গুন্ডাবাহিনী। এমনকি মহিলাদের উপরেও হামলার অভিযোগ তুলেছে বামেরা। লাঠি, বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। যদি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিরোধীদের মিছিল থেকে তৃণমূল কর্মীদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করেন স্থানীয় তৃণমূল নেতা হাসান আলি। তাঁর দাবি তিন তৃণমূলকর্মী আহত হয়েছেন এই ঘটনায়।