WB Panchayat Polls 2023: সভাস্থল থেকে ফেরার পথে বিজেপি প্রার্থীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল

WB Panchayat Polls 2023: হুগলির হরিপালের ঘটনা। সেখানে পশ্চিম গোপীনাথ পুর পঞ্চায়েতের জয়রামপুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

WB Panchayat Polls 2023: সভাস্থল থেকে ফেরার পথে বিজেপি প্রার্থীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল
আহত বিজেপি প্রার্থীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2023 | 4:40 PM

হরিপাল: বিজেপি নেতা সজল ঘোষের সভা বানচাল করার অভিযোগ। বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

হুগলির হরিপালের ঘটনা। সেখানে পশ্চিম গোপীনাথ পুর পঞ্চায়েতের জয়রামপুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে ওই এলাকায় প্রার্থী হয়েছেন উত্তম পাখিরা। তিনি পশ্চিম গোপীনাথ পুর অঞ্চলের ১৮০ নং গ্রাম সংসদ থেকে দাঁড়িয়েছেন। বিজেপি-র দাবি, রবিবার বিকালে বিজেপি নেতা সজল ঘোষের একটি সভা করার কথা রয়েছে। তারই প্রস্তুতি চলছিল। সেই সভা বানচাল করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

অভিযোগ, এ দিন সভাস্থল থেকে কিছু সামগ্রী আনতে যাচ্ছিলেন তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী। সেই সময় উত্তমবাবুর উপর হামলা হয়। বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। বিজেপি কর্মীরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

যদিও, বিজেপি-র অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হরিপাল ব্লকের তৃণমূল ব্লক সহ-সভাপতি বাবলু গায়েনের বক্তব্য, বিজেপি হেরে যাবে। সেই কারণে তারা ইচ্ছা করে প্রচারের আলোয় থাকার জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে।