Electric Office: তিন মাস অন্তর নয়, প্রত্যেক মাসেই রিডিং নিতে হবে, বিদ্যুৎ দফতরে বিক্ষোভ

Electric Office: বিক্ষোভকারীদের দাবি, দিনের পর দিন বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং তিন মাস অন্তর যে বিদ্যুতের বিলের রিডিং নেওয়া হয় অবিলম্বে রাজ্য সরকারকে সেই প্রথা বাতিল করে প্রত্যেক মাসে বিদ্যুৎ মিটারের রিডিং নিতে হবে এবং ইউনিট প্রতি বিদ্যুতের যে দাম তা কমাতে হবে।

Electric Office: তিন মাস অন্তর নয়, প্রত্যেক মাসেই রিডিং নিতে হবে, বিদ্যুৎ দফতরে বিক্ষোভ
মাঠে নেমেছে পদ্ম শিবির Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2024 | 6:23 PM

হুগলি: বিদ্যুতের মূল্যবৃদ্ধি, প্রত্যেক মাসে মিটারের রিডিং এবং ইউনিট প্রতি বিদ্যুতের  কমানোর দাবিতে বিদ্যুৎ দফতরের অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। আরামবাগ সংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আরামবাগ সংগঠনের জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে একটি মিছিল বের হয় আরামবাগের দৌলতপুর জেলা বিজেপি কার্যালয় থেকে আরামবাগের মহকুমা বিদ্যুৎ দফতরের অফিস পর্যন্ত এবং সেখানে একটি বিক্ষোভ কর্মসূচি ও করেন। মহিলা মোর্চাও এই বিক্ষোভে সামিল হয়।

বিক্ষোভকারীদের দাবি, দিনের পর দিন বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং তিন মাস অন্তর যে বিদ্যুতের বিলের রিডিং নেওয়া হয় অবিলম্বে রাজ্য সরকারকে সেই প্রথা বাতিল করে প্রত্যেক মাসে বিদ্যুৎ মিটারের রিডিং নিতে হবে এবং ইউনিট প্রতি বিদ্যুতের যে দাম তা কমাতে হবে।

যদিও আরামবাগের সংসদ মিতালী বাগ বলেন,  “বিজেপি এমনিই লোকসভায় নেই তাই প্রচারের আলোতে থাকার জন্য এই সমস্ত আন্দোলনগুলো করছে। ট্রেনের বগি যেমন বিদ্যুৎ হচ্ছে লাইন থেকে সেরকমই বিজেপি মানুষের কাছ থেকেই বিচ্যুত হয়ে পড়ছে।”