EVM machine Error: চলছিল ভোট গণনা, এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী, হঠাৎ…

Serampore: শ্রীরামপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ৩ নং বুথের ইভিএম খারাপ থাকায় ওই ওয়ার্ডের ফাইনাল রেজাল্ট বের হয়নি।

EVM machine Error: চলছিল ভোট গণনা, এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী, হঠাৎ...
বিকল ইভিএম মেশিন (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2022 | 5:58 PM

শ্রীরামপুর: বেরিয়েছে পুরভোটের ফলফল। সবুজ ঝড়ে প্রায় উড়ে গিয়েছে বিরোধী শিবির। একমাত্র তাহেরপুরে খাতা খুলতে পেরেছে বাম। বাকি প্রায় প্রতিটি জায়গায় উড়ছে সবুজ ঝড়। এর মধ্যেই বিপত্তি। শ্রীরামপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ৩ নং বুথের ইভিএম খারাপ থাকায় ওই ওয়ার্ডের ফাইনাল রেজাল্ট বের হয়নি। শেষ পাওয়া খবর পর্যন্ত তৃণমূল প্রার্থী সুপ্রীতি মুখার্জী এখনও পর্যন্ত ২৭৪ ভোটে এগিয়ে রয়েছেন। খারাপ ইভিএমে ৭১৩ ভোট বন্দি আছে। নির্বাচন কমিশনের ইঞ্জিনিয়াররা ইভিএম সারানোর চেষ্টা করছেন।

সুপ্রীতি মুখার্জি জানান, তাঁরা অপেক্ষা করছেন যদি এখানে না ঠিক হয় তাহলে বেঙ্গালুুরু নিয়ে যাওয়া হতে পারে। ২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সরস্বতী লাহা বলেন, “ভোটের দিনই গণ্ডগোল করছিল ইভিএম। আজ গণনার সময় কোনও সংখ্যা শো করছে না। অন করলেই ভুল দেখাচ্ছে। বারুইপারা বুথের ভোট বন্দি আছে ওই ইভিএম এ। গণনা হলে আমি জিতব।”

এদিকে, তৃণমূল প্রার্থীর দাবি তিনি এগিয়ে রয়েছেন গণনা হলে তিনিই জিতবেন। কিন্তু আপাতত ২ নম্বর ওয়ার্ডের ভোটের ফল ঘোষণ বন্ধ রয়েছে। অন্যদিকে, ওয়ার্ডের ইভিএম খারাপ প্রসঙ্গে শ্রীরামপুর মহকুমা শাসক বলেন, “ওই ওয়ার্ডের রেজাল্ট এরর দেখাচ্ছিল। ওখান থেকে রেজাল্ট বের হচ্ছিল না। ইসিএলের ইঞ্জিনিয়ারদের দেখানো হয়েছে। জেলা থেকেও ইসিএলের ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছে। তারাও রেজাল্ট বের করতে পারেননি। তারা জানিয়ে দেয় এই এভিএম থেকে রেজাল্ট বের করা সম্ভব নয়। আমরা কমিশনের  বিষয়টি জানিয়েছি। এবার কমিশন যেমন সিদ্ধান্ত দেবে সেই ভাবে চলবো। আপাতত এই ইভিএমগুলি ডবল লকে ট্রেজারিতে রাখা হবে, সিল্ড ট্রাঙ্কের মধ্যে। প্রার্থীদের উপস্থিতিতে সিল করা হবে।”

আরও পড়ুন: Anubrata Mondal: বামেদের প্রশংসায় কেষ্ট! বললেন, ‘সিপিএম নরেন্দ্র মোদীর দলের মতো মিথ্যেবাদী নয়’