Hooghly: কলেজ ছাত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার ‘হুমকি’, বন্ধু সমেত আটক প্রাক্তন স্বামী
Hooghly: খবর পাওয়া মাত্রই কলেজে আসে উত্তরপাড়া থানার পুলিশ। অভিযুক্ত যুবক ও তাঁর সঙ্গীকে নিয়ে যায় থানায়। গোটা ঘটনা খতিয়ে দেখছে উত্তরপাড়া থানা এলাকার পুলিশ। ফোন পেয়েই যে কলেজে এসেছিলেন তা মানছেন অভিযুক্ত যুবক।
উত্তরপাড়া: বিয়ে টিকেছিল ২ বছর। তারপরেই ডিভোর্স। কিন্তু, তরুণীর অভিযোগ ডিভোর্স হয়ে গেলেও ‘উৎপাত’ থামেনি প্রাক্তন স্বামীর। অভিযোগ, নেশা করার জন্য প্রায়শই চায় টাকা। আর তা না দিলেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এবার ফের সেই হুমকি দিতেই অভিযুক্তকে তুলে নিয়ে গেল পুলিশ। যে তরুণী অভিযোগ করছেন তিনি পড়াশোনা করছেন হুগলির একটি কলেজে। ২০২১ সালে হয়েছিল বিয়ে। কিন্তু ২ বছরের মধ্যে ২০২৩ সালে হয়ে যায় ডিভোর্স।
শনিবার কলেজে এসেছিলেন ওই ছাত্রী। অভিযোগ, তখন ফের তাঁর কাছে আসে ফোন। চাওয়া হয় টাকা। তারপরই সোজা ঘটনার কথা কলেজের ইউনিয়নে জানান ওই ছাত্রী। ইউনিয়নের ছাত্র নেতারা ফোন করে কলেজে আসতে বলেন তরুণীর প্রাক্তন স্বামীকে। কলেজের গেটে আসতেই অভিযুক্তকে পাকড়াও করে কলেজের ছেলেরা। তাঁর সঙ্গে যে বন্ধু ছিল তাঁকে পাকড়াও করা হয়। আটকে রাখা হয় সংসদে। খবর যায় পুলিশে। বেশ কিছুক্ষণের জন্য ব্যাপক উত্তেজনা ছাড়ায় কলেজে।
খবর পাওয়া মাত্রই কলেজে আসে উত্তরপাড়া থানার পুলিশ। অভিযুক্ত যুবক ও তাঁর সঙ্গীকে নিয়ে যায় থানায়। গোটা ঘটনা খতিয়ে দেখছে উত্তরপাড়া থানা এলাকার পুলিশ। ফোন পেয়েই যে কলেজে এসেছিলেন তা মানছেন অভিযুক্ত যুবক। তিনি বলছেন, ‘ও ডেকেছিল। আমি পয়সা নিতে এসেছিলাম।’
অন্যদিকে কলেজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বলছেন, “আমি কলেজেই ছিলাম। ছাত্রীটি কাঁদতে কাঁদতে এসে আমাকে ঘটনার কথা খুলে বলে। জানতে পারি ওদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। ও খুব মানসিক চাপেও ছিল। ওর অসহয়তার কথা বুঝতে পেরেই আমরা ওর পাশে দাঁড়াই। যে দুজন এসেছিল ওদের পুলিশের হাতে তুলে দিয়েছি।”