Arambagh: শো ছিল ১১টায়! কিন্তু সিনেমা শুরুর আগেই হলের মধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা
Arambagh: আরামবাগ শহরের বুকেই রয়েছে এই করুণা সিনেমা হল। মন্দার বাজারেও একসময় ভালই ব্যবসা দিয়েছে এই হল। এবার সেখানেই এই কাণ্ডে হতবাক হলের কর্মীরা। ফায়ার ব্রিগেডের কর্মীদের প্রাথমিক অনুমান, এসি থেকে শর্ট-সার্কিটের কারণেই এমনটা হয়ে থাকতে পারে। যদিও আসল কারণ জানতে চলছে অনুসন্ধান।
আরামবাগ: কিছুক্ষণের মধ্যে সিনেমা শুরুর কথা ছিল। কিন্তু, তার আগেই বড় বিপত্তি। মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে গেল গোটা হল। কিছু বুঝে ওঠার আগেই হলের কর্মীরা দেখতে পেলেন আগুন লেলিহান শিখা। কিছু সময়ের মধ্যেই দাউদাউ করে জ্বলে গেল হলের ভিতরের একটা বড় অংশ। তাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল আরামবাগে। খবর যায় দমকলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। যদিও ততক্ষণে নিজেদের উদ্যোগেই আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছেন সিনেমা হলের কর্মীরা।
আরামবাগ শহরের বুকেই রয়েছে এই করুণা সিনেমা হল। মন্দার বাজারেও একসময় ভালই ব্যবসা দিয়েছে এই হল। এবার সেখানেই এই কাণ্ডে হতবাক হলের কর্মীরা। ফায়ার ব্রিগেডের কর্মীদের প্রাথমিক অনুমান, এসি থেকে শর্ট-সার্কিটের কারণেই এমনটা হয়ে থাকতে পারে। যদিও আসল কারণ জানতে চলছে অনুসন্ধান। এলাকার লোকজন বলছেন, রাস্তা থেকেই তাঁরা দেখেন হলের মধ্যে থেকে গলগল করে ধোঁয়া বেরিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ার মধ্যে থেকেই আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সে বিষয়ে এখনও কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি।
দমকল আধিকারিক দেবতনু মিত্র বলছেন, “আমরা যখন এসেছিলাম তখন দেখি আগুন জ্বলছে। আমরা নেভানোর কাজ শুরু করি। এখন আগুন নিয়ন্ত্রণে। হলের ম্যানেজার বলছেন, একটা এসি পুড়ে গিয়েছিল। সেখান থেকে আগুনটা লাগতে পারে বলে মনে হচ্ছে।” হলের এক কর্মী বলছেন, “১১টা থেকে তো শো ছিল। আমরা তো হলে এসে দেখছি এই অবস্থা। মনে হচ্ছে তিন তলার এসি থেকে লেগেছে। সে কারণেই ব্যালকোনিটা জ্বলে গিয়েছে। যা যা ছিল ওখানে সব পুড়ে গিয়েছে।”