Hooghly: এক সপ্তাহ ধরে মুখে জার আটকে ঘুরছিল কুকুরটা, অতঃপর…

Hooghly: স্থানীয় ব্লক প্রশাসন থেকে পশু চিকিৎসক সবার সাহায্য চেয়েছেন গ্রামের যুবক দেবজিৎ, দীপ,  টিঙ্কু, অসিত, সুনীলরা । নিজেদের চেষ্টা বিফলে প্রশাসনিক সাহায্য চেয়েও লাভ হয়নি।

Hooghly: এক সপ্তাহ ধরে মুখে জার আটকে ঘুরছিল কুকুরটা, অতঃপর...
কুকুরের মুখে আটকে রয়েছে জারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2024 | 1:27 PM

হুগলি: সাতদিন ধরে মুখে আটকে থাকা জার নিয়ে ঘুরছিল। অনেক চেষ্টার পর প্রাণে বাঁচাল পথ সারমেয়। হুগলির মাকালপুরের পশ্চিম সিকটা গ্রামের ঘটনা। গ্রামবাসীদের অনুমান, খাবার খুঁজতে গিয়ে প্লাস্টিকের জারে মুখ ঢুকিয়ে ফেলেছিল একটি কুকুর।  সাহায্য করতে এগিয়েছিলেন গ্রামবাসীরা। একদিন-দুদিন ধরে, কেটে যায় এক সপ্তাহ। ওই ভাবে মুখ বন্ধ অবস্থায় থাকে কুকুরটি।  এক সপ্তাহ ধরে অনেক চেষ্টা করেও গ্রামবাসীরা তার মুখ থেকে জারটি খুলতে পারেননি। খাবার-জল কিছুই খেতে পারছিল না কুকুরটি।

স্থানীয় ব্লক প্রশাসন থেকে পশু চিকিৎসক সবার সাহায্য চেয়েছেন গ্রামের যুবক দেবজিৎ, দীপ,  টিঙ্কু, অসিত, সুনীলরা । নিজেদের চেষ্টা বিফলে প্রশাসনিক সাহায্য চেয়েও লাভ হয়নি। অথচ চোখের সামনে কুকুরটির কষ্ট আর দেখতে পারছিলেন না তাঁরা। অবশেষে ব্যান্ডেলের পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংয়ের সন্ধান পান।

ফোন নম্বর জোগাড় করে বিষয়টি জানান দেবজিতরা। চন্দন এদিন বিকলে পশ্চিম সিকটা গ্রামে গিয়ে গ্রামবাসীদের চেষ্টায় সারমেয়টিকে ধরেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় মুখ থেকে জারটি খুলে ফেলতে সক্ষম হন। যদিও এই কাজ করতে গিয়ে কুকুরটি তার হাত পায়ে কামড়ে আঁচড়ে ক্ষত বিক্ষত করে। এত কিছুর পর কুকুরটিকে বাঁচাতে পেরে খুশি চন্দন বলেন, “আসলে গত কয়েকদিন ধরে জারটি মুখে আটকে থাকায় সারমেয়টি ভয় পেয়ে গিয়েছিল। তাই তার মুখ থেকে সেটি খুলতে গেলে হিংস্র হয়ে ওঠে। আর কয়েক দিন দেরি হলে হয়ত বাঁচানো যেত না।”