Hooghly Acid Attack: ‘তুই মরলে আমি বাঁচি’, খরপোষের মামলা তোলার জন্য স্ত্রীকে অ্যাসিড ছুড়লেন স্বামী

Hooghly Acid Attack: ২০২১ সালে বিবাহ বিচ্ছেদের মামলা করেন অমিত। পাল্টা খোরপোষ চেয়ে মামলা করেন দেবপ্রিয়া। আদালত মাসিক ১৮ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেয় অমিতকে।

Hooghly Acid Attack: 'তুই মরলে আমি বাঁচি', খরপোষের মামলা তোলার জন্য স্ত্রীকে অ্যাসিড ছুড়লেন স্বামী
অ্যাসিড আক্রান্ত গৃহবধূImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 2:27 PM

হুগলি:  খোরপোষের মামলা তোলার জন্য চাপ।  কিন্তু মামলা না তোলায় স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। গ্রেফতার স্বামী।  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ডানকুনি পুরসভার ১৬নং ওয়ার্ডের। আক্রান্ত দেবপ্রিয়া রায়ের অভিযোগ, ২০২১ সালে স্বামী অমিত গঙ্গোপাধ্যায় বিবাহ বিচ্ছেদের মামলা করেন। তারপর তিনিও খোরপোসের মামলা করেন।  সেই মামলা তোলার জন্য বরাবর চাপ দিতে থাকেন অমিত।

গত ৫ নভেম্বর রাতে দেবপ্রিয়ার ফ্লাটে গিয়ে অমিত তাকে অ্যাসিড ছোড়েন বলে অভিযোগ। ঘটনায় জখম দেবপ্রিয়া পরের দিন সকালে চণ্ডীতলা হাসপাতালে চিকিৎসা করিয়ে ডানকুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অমিতমকে গ্রেফতার করে ডানকুনি থানার পুলিশ।

দেবপ্রিয়া জানিয়েছেন, বারো বছর আগে অমিতের সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর থেকেই নানা ভাবে তাঁর ওপর অত্যাচার করতেন অমিত।এমনকি বাপের বাড়ি থেকে টাকা আনার জন্যও চাপ দিতে থাকেন বলে অভিযোগ। ২০২০ সালে অমিত দেবপ্রিয়া ও তাঁর কন্যা সন্তানকে মারধর করে বের করে দেন বলে অভিযোগ।

২০২১ সালে বিবাহ বিচ্ছেদের মামলা করেন অমিত। পাল্টা খোরপোষ চেয়ে মামলা করেন দেবপ্রিয়া। আদালত মাসিক ১৮ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেয় অমিতকে।

দেবপ্রিয়ার অভিযোগ, আদালতের রায়ের পর থেকেই খরপোষের মামলা তোলার জন্য পাল্টা চাপ দিতে থাকেন অমিত। গত ৫ নভেম্বর রাতে দেবপ্রিয়ার ফ্ল্যাটে যান অমিত।  সেখানেও তাঁর ওপর চাপ সৃষ্টি করতে থাকেন বলে অভিযোগ। কিন্তু তৎক্ষণাৎ সরে গিয়ে কিছুটা হলেও রক্ষা পান দেবপ্রিয়া। তবে শরীর বেশ কিছু জায়গায় অ্যাসিড লাগার ফলে কিছুটা আহত হন দেবপ্রিয়া। সোমবার চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানোর পর ডানকুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বামীর  বিরুদ্ধে। এরপরই ডানকুনি থানার পুলিশ অমিতকে গ্রেফতার করে।