Hooghly ATM: এটিএম থেকে ১ কোটি ১২ লক্ষ টাকার ‘লুঠ’ শ্রীরামপুরের আইনজীবীর
Hooghly ATM: ডিসিপি জানান,এটিএম-এ টাকা ভরতো যে এজেন্সি, সেই এজেন্সিতে কাজ করতেন দীপঙ্কর। অডিটে ধরা পড়ে, যে টাকার হিসাব মিলছে না।
হুগলি : এটিএম- টাকা ভরত এজেন্সি। সেই এজেন্সিরই এক কর্মীকে হাতিয়ার করেছিলেন তিনি। পেশায় আইনজীবী। কিন্তু ফাঁদ পেয়েছিলেন এটিএম লুঠের।এটিএম-এর টাকা লুঠে মূল ষড়যন্ত্রকারী একজন আইনজীবী গ্রেফতার শ্রীরামপুরে। উদ্ধার ১ কোটি ১২ লক্ষ টাকা। গত ৫ মে শ্রীরামপুর থানায় ‘সিকিওর ভ্যালু ইন্ডিয়া লিমিটেড এজেন্সি’র পক্ষ থেকে এফআইআর করা হয়। অভিযোগ, গত ২ মে এটিএমে তাঁদের কর্মচারী ই কাউন্টারে এটিএমে টাকা না ১ কোটি ২৯ লক্ষ টাকা নিয়ে লুঠ করে পালান। এরপরই শ্রীরামপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নামে। গত ৮ মে শ্রীরামপুর মাহেশ থেকে সন্তু দত্ত ও রিষড়ার থেকে সঞ্জীত সরকার ও সঞ্জীত পাত্রকে গ্রেফতার করে। মূল অভিযুক্ত মাহেশ কলোনির বাসিন্দা দীপঙ্কর মোদক ঘটনার পর থেকে বেপাত্তা ছিলেন।
গত শুক্রবার শ্রীরামপুর থেকে দীপঙ্কর মোদককে ও এক আইনজীবী শিব শঙ্কর ঠাকুরকে সোনারপুর থেকে পুলিশ গ্রেফতার করে। ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। রবিবার এক সাংবাদিক সম্মেলনে চন্দননগর কমিশনারেটের ডিসিপি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ বলেন, তাঁদের কাছ থেকে এখনও পর্যন্ত ১ কোটি ১২ লক্ষ ৩৪ হাজার ৮০০ টাকা পাওয়া গিয়েছে।
ধৃতদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ডিসিপি জানান,এটিএম-এ টাকা ভরতো যে এজেন্সি, সেই এজেন্সিতে কাজ করতেন দীপঙ্কর। অডিটে ধরা পড়ে, যে টাকার হিসাব মিলছে না। তদন্তকারীরা জানাচ্ছেন, আইনজীবী তাঁর সঙ্গে ষড়যন্ত্র করে টাকা লুঠ করেছেন। টাকা তাঁদের পরিচিতদের বাড়িতে রেখে দেন। আইনজীবীর বাড়ি থেকেও ২৫ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এই চক্রে আরও লোক জরিত বলে জানা গিয়েছে।