Hooghly: আচমকাই ধোঁয়ায় ঢাকে ঘর, আগুন নয়, স্রেফ অন্য একটা কারণেই নিঃস্ব হলেন গৃহস্থ
Hooghly: তাঁদের জেরা গ্রামবাসীরা জানতে পারেন, রবিবার ভোরে ওই এলাকায় গৃহস্থের বাড়িতে গ্যাস একটা দিয়ে দেয় চোরেরা। যার ফলে বাড়ির লোকজন বেঘোর হয়ে থাকে। সেই সুযোগে বাড়ির মধ্যে ঢুকে আলমারি ভেঙে সোনার গহনা চুরি করে।
আরামবাগ: আচমকাই ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা ঘর। আচ্ছন্ন হয়ে পড়েছিলেন বাড়ির সব সদস্যরা। কেমন একটা ঘুম ঘুম ভাব! তার মধ্যেই কাজ হাসিল। বাড়ি থেকে গায়েব সোনার গয়না ও মোবাইল। কিন্তু পুঁটলি বেঁধে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময়েই সন্দেহ হয় গ্রামবাসীদের। চোরেদের তাড়া করলেন গ্রামবাসীরা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি রবিবার গোঘাটের মান্দারন গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি এলাকায়।
তাঁদের জেরা গ্রামবাসীরা জানতে পারেন, রবিবার ভোরে ওই এলাকায় গৃহস্থের বাড়িতে গ্যাস একটা দিয়ে দেয় চোরেরা। যার ফলে বাড়ির লোকজন বেঘোর হয়ে থাকে। সেই সুযোগে বাড়ির মধ্যে ঢুকে আলমারি ভেঙে সোনার গহনা চুরি করে। গ্রামের মধ্য দিয়ে চার-পাঁচ জন বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে, এলাকার মানুষের সন্দেহ হয় অপরিচিত লোকজন দেখে। তারপর ভোরবেলা অপরিচিত লোকজনদের তাড়া করতে থাকে এলাকার মানুষজন। ঘটনার খবর পেয়ে গোঘাট থানার পুলিশও দ্রুত পৌঁছয় এলাকায়।
স্থানীয় মানুষজন হাতেনাতে ধরে ধরে ফেলে ৪ জনকে। এবং গোঘাট থানার পুলিশের হাতে তুলে দেয়। ইতিমধ্যেই পুলিশ কয়েকটি সোনার গহনা উদ্ধার করেছে। চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে আছে চাপা উত্তেজনা।