Hooghly Doctors: বারবার প্রস্রাবে সমস্যা, মূত্রথলিতে যা লুকিয়ে রেখেছিলেন বছর সত্তরের বৃদ্ধ

Hooghly Doctors: রবিবার সন্ধ্যায় প্রায় দু ঘন্টা ধরে অপারেশনের পর তিনশো গ্রাম ওজনের পাথরটি বের করেন চিকিৎসক একে খান ও তাঁর সহযোগীরা। হতবাক হয়ে যান চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা।

Hooghly Doctors: বারবার প্রস্রাবে সমস্যা, মূত্রথলিতে যা লুকিয়ে রেখেছিলেন বছর সত্তরের বৃদ্ধ
বৃদ্ধের মূত্রথলি থেকে পাথর উদ্ধার
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2022 | 1:12 PM

হুগলি: পাঁচ-দশ গ্রাম নয়, বৃদ্ধের মূত্রথলি থেকে বের হল তিনশো গ্রামের পাথর। অস্ত্রোপচার করে মূত্র থলি থেকে তিনশো গ্রাম ওজনের পাথর বার করার পর হতবাক চিকিৎসকরাও। সাধরণত কিডনিতে স্টোনের রোগীর সংখ্যা অনেক বেশি, বেশ কিছু বিরল ঘটনাও আছে। তবে মূত্রথলিতে এত বড় পাথর রাজ্যে বিরল ঘটনা বলেই দাবি চিকিৎসকের।

হুগলির পুড়শুড়ার ৬৮ বছরের শেখ মেহের আলি বেশ কয়েক মাস ধরে প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন। বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক এ কে খানের পরামর্শে ইউ এস জি রিপোর্ট করান। এরপরই মূত্র থলিতে পাথর আছে বলে জানা যায়। অপারেশনের ব্যবস্থা করা হয় তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকার একটি নার্সিংহোমে।

রবিবার সন্ধ্যায় প্রায় দু ঘন্টা ধরে অপারেশনের পর তিনশো গ্রাম ওজনের পাথরটি বের করেন চিকিৎসক একে খান ও তাঁর সহযোগীরা। হতবাক হয়ে যান চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসক একে খান জানান, কিডনিতে পাথর একটা সাধারণ ব্যাপার কিন্তু মূত্র থলিতে এত বড় পাথর এটা একেবারেই বিরল। অপারেশন পর রোগী একেবারেই সুস্থ আছেও বলে জানান চিকিৎসক।

কিন্তু কী কারণে মূত্রনালিতে পাথর? চিকিৎসকরা জানাচ্ছেন, খারাপ খাদ্যাভ্যাস ও অতিরিক্ত ধূমপানের কারণেই এই ধরণের রোগের সৃস্টি হয়। ভাল খাবার ও পরিমাণ মত জল খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক একে খান। ধূমপানে একেবারেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চিকিৎসক বলেন, “ওঁ আমাদের কাছে বারবার আসতেন। ওঁর প্রস্রাবে কোনও সমস্যা হচ্ছিল। বারবার প্রস্রাব আটকে যাচ্ছিল। পরে তো পরীক্ষা করে দেখা যায় মূত্রথলিতে পাথর হয়েছে। মূত্রথলিটা পুরোটা জুড়ে একটা পাথর ছিল। এর অনেক কারণ রয়েছে। স্মোকিং, খাদ্যভাস থেকে এসব হয়। তবে এত বড় পাথর কমই হয়। “