Hooghly Duare Ration: মিলছে না দুয়ারে রেশন, আসতেই হচ্ছে ডিলারের দুয়ারে! চরম ক্ষোভ গ্রাহকদের
Hooghly Ration Dealer: বৈঁচি চৌবেরার রেশন ডিলার এই প্রকল্প শুরু করেননি। অনেক দূর থেকে ডিলারের বাড়িতে আসতে হয় গ্রাহকদের। দোকানে এলেও বায়োমেট্রিক করা নিয়ে নানা বাহানা করেন ডিলার।
হুগলি: রেশন নিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ব্যাপক উত্তেজনা ছড়াল পান্ডয়ার বৈঁচিগ্রামের চৌবেরা গ্রামে। গ্রাহকদের অভিযোগ, তাঁদের দুয়ারে পৌঁছাচ্ছে না রেশন।
গ্রামবাসীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর সরকারি ভাবে দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছে। পাণ্ডুয়া ব্লকের বিভিন্ন গ্রামে চলছে দুয়ারে রেশন। কিন্তু বৈঁচি চৌবেরার রেশন ডিলার এই প্রকল্প শুরু করেননি। অনেক দূর থেকে ডিলারের বাড়িতে আসতে হয় গ্রাহকদের। দোকানে এলেও বায়োমেট্রিক করা নিয়ে নানা বাহানা করেন ডিলার।
সেখ আব্দুল রসিদ নামে এক গ্রাহক বলেন, “সব জায়গায় দুয়ারে রেশন চালু হলেও চৌবেড়া গ্রামের ডিলার প্রভাত কর এক দিনও দুয়ারে রেশন দেননি। কয়েক মাইল হেঁটে গ্রাহকদের আসতে হয় রেশন নিতে। তার উপর বায়োমেট্রিক নিয়ে সমস্যা হলে রেশন থেকে বঞ্চিত হতে হয় গ্রাহককে। আমরা গ্রামবাসীরা তাকে অনেকবার অনুরোধ করেছি কিন্তু তিনি শোনেননি।আজ তাই বিক্ষোভ হয়েছে।”
প্রয়োজনে রেশন দোকান বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।গ্রাহক লক্ষ্মী ক্ষেত্রপাল বলেন, “আমার ছেলের চার বছর বয়স। তার কার্ড হয়নি। দুয়ারে সরকারে বলেছিল তেরো বছর পর্যন্ত মায়ের সঙ্গে রেশন হবে। আগে কয়েকবার দিয়েছে, এখন বলছে আর দেবে না।” কোনও ছাপানো স্লিপ ছাড়া সাদা কাগজে লিখে রেশন দেন ডিলার অভিযোগ গ্রাহকদের।
রেশন ডিলার প্রভাত কর বলেন, “গ্রাহকরা আসছিল বলে বাড়ি থেকেই দিচ্ছিলাম এবার থেকে ক্লাস্টারের দিন অনুযায়ী দেব।” বিক্ষোভের জেরে এদিন রেশন দেওয়া বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত, এর আগে নদিয়ার নাকাশিপাড়া থানার চন্দনপুর এলাকায় দুয়ারে রেশন নিয়ে ক্ষোভ তৈরি হয়। এখানকার রেশন ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের অভিযোগ এলাকার প্রায় আড়াই হাজারের বেশি মানুষ কার্ড থাকা সত্বেও রেশন পাচ্ছে না। সেই কারণে ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী। দিনভর ওই ডিলারকে ঘিরে ধরে রাখেন তাঁরা।
প্রসঙ্গত, ১৬ই নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে দুয়ারে রেশন প্রকল্প। এবার থেকে ১০০ শতাংশ বাড়িতে পৌঁছে দেওয়া হবে রেশন। একুশের ভোটে তৃণমূলের দলীয় ইসতাহারে উল্লেখ ছিল ‘দুয়ারে রেশন’ প্রকল্পের। তৃতীয় বার ক্ষমতায় এসে পাইলট প্রজেক্ট হিসাবে সেই দুয়ারে রেশন প্রকল্প চালুও হয়। কিন্তু এরই মধ্যে ডিলারদের একাংশের বেঁকে বসা, দুয়ারে রেশন দিতে আপত্তি জানিয়ে তাঁদের আদালতে ছোটা, আদালতের কাছ থেকে খালি হাতে ফেরা! বহু চড়াই উতরাই পার করে অবশেষে শুরু হয় দুয়ারে রেশন প্রকল্প। কিন্তু তাতেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরা পড়ছে নিয়ম ভাঙার ছবি।
আরও পড়ুন: Khardha Murder: ‘দেহ ফেলে দেওয়া হতে পারে গঙ্গায়’, এখনও মিলল না খড়দহের নিখোঁজ যুবকের দেহ