Hooghly: নির্মাণ কাজের সময়ে পাঁচিল ধসে মৃত্যু শ্রমিকের, আহত আরও ২

Hooghly: বিরোধী বিজেপি বামের অভিযোগ, নিয়ম না মেনেই নির্মাণ চলছিল। পঞ্চায়েত এলাকায় জি প্লাস ফোর আবাসনের অনুমতি দেওয়া হয়েছে।  অভিযোগ মানেনি তৃণমূল। নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, "আবাসন তৈরি হচ্ছিল জেলা পরিষদের অনুমতি নিয়ে। একটা মিটার ঘর ছিল পাঁচিলে সেটি ভেঙে পড়ে।"

Hooghly: নির্মাণ কাজের সময়ে পাঁচিল ধসে মৃত্যু শ্রমিকের, আহত আরও ২
নবগ্রামে মর্মান্তিক মৃত্যুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2024 | 3:13 PM

 হুগলি: নির্মাণকাজ চলার সময় পাঁচিল ধসে মৃত্যু হল এক জনের। আহত দু’জন। নবগ্রামে পঞ্চায়েতের নবচক্র এলাকায় একটি পুরোনো বাড়ি ভেঙে আবাসন তৈরির ভিতের কাজ চলার সময় পাঁচিল চাপা পড়ে মৃত্যু হয় এক জন শ্রমিকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্যামল দাস। দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, কোনও রকম নিরাপত্তা ছাড়ায় কাজ চলছিল।রাস্তার পাশে কাজ চলছিল পুরনো পাঁচিল গার্ড না করেই কাজ হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ। ঘটনাস্থলে কানাইপুর ফাঁড়ির পুলিশ।

বিরোধী বিজেপি বামের অভিযোগ, নিয়ম না মেনেই নির্মাণ চলছিল। পঞ্চায়েত এলাকায় জি প্লাস ফোর আবাসনের অনুমতি দেওয়া হয়েছে।  অভিযোগ মানেনি তৃণমূল। নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, “আবাসন তৈরি হচ্ছিল জেলা পরিষদের অনুমতি নিয়ে। একটা মিটার ঘর ছিল পাঁচিলে সেটি ভেঙে পড়ে।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাড়া গাড়িতে নির্মাণ সামগ্রী নিয়ে আসায় রাস্তায় ধস নামছে। অনেকবার বারণ করা হলেও শোনেনি।  আহত সোনা শীলকে উত্তরপাড়া থেকে কলকাতা মেডিক্যাস কলেজে স্থানান্তরিত করা হল।