Hooghly: জগদ্ধাত্রীর নাগাল পেতে আনা হল JCB

Hooghly: জেসিবিতে চরে ক্লাবের সদস্যরা বরণ করেন। মহিলা সদস্যরা জানান, তাদের অনেকেই ১৫-২০ বছর বিয়ে হয়ে এসেছেন এখানে। আগে বরণ করলেও আদি মায়ের পায়ের কাছে করতে হত।

Hooghly: জগদ্ধাত্রীর নাগাল পেতে আনা হল JCB
জেসিবি দিয়ে ঠাকুর বরণImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2023 | 9:57 AM

হুগলি: শেষ হয়েও শেষ হয় না উৎসব। জগদ্ধাত্রী মায়ের নাগাল পেতে জেসিবি মেশিনে অভিনব উপায়ে বরণ হুগলির বৈঁচিতে। প্রতিমার উচ্চতা বেশি। তাই ক্লাব সদস্যরা সিদ্ধান্ত নেন, এবছর জেসিবি মেশিনে চরে বরণ করা হবে প্রতিমাকে। বৈঁচি ইয়ংস্টার ক্লাবের জগদ্ধাত্রী পুজোয় দেখা গেল এমনই ছবি। পাণ্ডুয়া থানার বৈঁচিতে মোট ৩৬টি জগদ্ধাত্রী পুজো হয়। কেন্দ্রীয় কমিটির নিয়ন্ত্রণে হয় ২৮টি পুজো।  শুক্রবার  অধিকাংশ বারোয়ারি তাদের প্রতিমা নিরঞ্জন করে ফেলেছে। আজ বৈঁচির সব থেকে পুরনো পুজো ইয়ং স্টার ক্লাবের আদি মায়ের নিরঞ্জন হয়। প্রতিমার উচ্চতা ২৫ফুট হওয়ায় হাইড্রা মেশিন দিয়ে মণ্ডপ থেকে নামানো হয় প্রতিমা।

তারপর জেসিবিতে চরে ক্লাবের সদস্যরা বরণ করেন। মহিলা সদস্যরা জানান, তাদের অনেকেই ১৫-২০ বছর বিয়ে হয়ে এসেছেন এখানে। আগে বরণ করলেও আদি মায়ের পায়ের কাছে করতে হত। বরণের পর মাকে জল সন্দেশ পান খাওয়ানো,  সিঁদুর পরানো যেত না। খারাপ লাগত। এবারই প্রথম মেশিনে করে এভাবে মায়ের সমান উচ্চতায় উঠে বরণ করতে পারেন।

ক্লাব সদস্য রাম ভট্টাচার্য বলেন, “মায়ের উচ্চতা বেশি, তাই হাইড্রা দিয়ে নিরঞ্জনের ব্যবস্থা করা হয়। কিন্তু প্রতিমা বরণের রীতি অনুযায়ী জেসিবি মেশিনে তুলে বরণ করানো হয়। বরণ সিঁদুর খেলার পর স্থানীয় পুকুরে হয় নিরঞ্জন।”