দাবি জানাতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, নবান্নের পথেই চার মহিলার মর্মান্তিক পরিণতি!
ততক্ষণে গাড়ির সামনে থাকা উষার মৃত্যু হয়েছে। দেহ দলা পাকিয়ে যায় গাড়ি চালকেরও।
আরামবাগ: রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল লরি। আচমকাই পিছন থেকে এসে তাতে ধাক্কা মারে একটি গাড়ি। দুমড়ে, মুছড়ে যায় গাড়ির সামনের অংশ। চালক ও তাঁর পাশের আসনের যাত্রীর দেহ দলা পাকিয়ে যায় গাড়ির ভিতরেই। মর্মান্তিক দুর্ঘটনা আরামবাগ কলকাতা ২ নম্বর রাজ্য সড়কের কাবলে এলাকায়। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। আহতদের আরামবাগ (Arambag) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, বাঁকুড়া তালডাংরা থেকে গাড়িটি কলকাতার দিকে যাচ্ছিল। বাঁকুড়ার ওন্দার ইসমাইল দালাল, তালডাংড়ার উষা গিরি-সহ আরও তিন জন মহিলা গাড়িতে নবান্নের উদ্দেশে যাচ্ছিলেন। ইসমাইল গাড়ি চালাচ্ছিলেন। বাকিরা মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। বিভিন্ন দাবিদাওয়ার ভিত্তিতে মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলেন তাঁরা।
আরামবাগের কাবেল এলাকায় রাস্তার ধারে একটি লরি দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ওই লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে। কিছু বুঝে ওঠার আগেই গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা ছুটে এসে তিন জনকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে গাড়ির সামনে থাকা উষার মৃত্যু হয়েছে। দেহ দলা পাকিয়ে যায় গাড়ি চালকেরও।
আরও পড়ুন: ছাত্রীকে নিয়ে বাইকে ঘুরেছিলেন, রাতে বাড়িতে চড়াও প্রতিবেশীরা, ছাদ থেকে ঝাঁপ শিক্ষকের…রহস্য কোথায়?
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদেরও আঘাত গুরুতর। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।