পথের কাঁটা করোনা, এবারও গড়াচ্ছে না মাহেশের রথের চাকা

১২ জুলাই রথযাত্রা (RathYatra) উৎসব। এদিন জগন্নাথ মন্দিরের পাশে মাসির বাড়ি করা হবে অস্থায়ী ভাবে।

পথের কাঁটা করোনা, এবারও গড়াচ্ছে না মাহেশের রথের চাকা
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: Jun 15, 2021 | 1:57 PM

হুগলি: করোনা কাঁটায় এবারও গড়াবে না মাহেশের (Mahesh Rathyatra) রথের চাকা। এ বছরও রথযাত্রার অনুষ্ঠান স্থগিত রাখার কথা ঘোষণা করল মাহেশ জগন্নাথ ট্রাস্টি বোর্ড। আগামী ১২ জুলাই রথযাত্রা। পুরীর জগন্নাথ মন্দিরের তরফে আগেই জানানো হয়েছে, ভক্ত ছাড়া এবার রথযাত্রা হবে শ্রীক্ষেত্রে। এবার মাহেশের রথ নিয়েও সিদ্ধান্ত জানানো হল।

এবার মাহেশের রথযাত্রার ৬২৫ বছর। মার্টিন বার্ন কোম্পানির তৈরি লোহার রথের বয়স ১৩৬ বছর। এর আগে ছিল কাঠের রথ। করোনা অতিমারি পরিস্থিতিতে গত বছরও রথযাত্রা স্তগিত রাখা হয়েছিল। এবারও রথযাত্রা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত পুত্র পিয়াল অধিকারী জানিয়েছেন, মাহেশে রথযাত্রা দেখতে বহু মানুষের সমাগম হয়। সেখানে সমাজিক দূরত্ব বিধি মানা অসম্ভব। করোনা পরিস্থিতিতে তাই রথযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে। আগামী ২৪ শে জুন জগন্নাথের স্নানযাত্রা উৎসব। স্নানপিড়ির মাঠে হয় সেই উৎসব। কিন্তু এবার সে রীতিতেও বদল। জগন্নাথ মন্দিরেই হবে স্নানযাত্রা।

আরও পড়ুন: সবসময় এত শুনানি পিছনোর আর্জি কেন, সারদা-মামলায় সিবিআইয়ের আবেদনে বিরক্ত হাইকোর্ট

১২ জুলাই রথযাত্রা উৎসব। এদিন জগন্নাথ মন্দিরের পাশে মাসির বাড়ি করা হবে অস্থায়ী ভাবে। সেখানেই থাকবেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। সেখানে পূজা অর্চনা হবে রীতি মেনে। শুধুমাত্র নারায়ণ শিলাকে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে পদব্রজে। তার আগে রথের পাশে সাত পাক ঘোরানো হবে নারায়ণ শিলা। পুজো হবে রথের। এই রথ ৫০ ফুট উচ্চতার, লোহার ১২টি চাকা। ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা। পর পর দু’বছর করোনার থাবা সেই চিরাচরিত ঐতিহ্যে।