Hooghly: রাস্তা ভেসে যাচ্ছে দুধে,হাতের কাছে হাঁড়ি-বোতল যা পেলেন নিয়ে দৌড়লেন সকলে
Milk Tanker Lick: একদিকে শ্রাবণ মাস। শিবের পুজো করেন অনেকেই। তাই দুধ কিনে আনতে হয় দোকান থেকে। আর যদি বিনামূল্যে সেই দুধ মেলে কেউ কি আর ছাড়ে! তাই সকাল বেলাই হাঁড়ি, বোতল নিয়ে রাস্তায় নেমে পড়েছেন এলাকাবাসী।
চণ্ডীতলা: সকালবেলা হৈচৈ কাণ্ড! কেউ নিয়ে এসেছেন ড্রাম। কেউ বোতল। কেউ আবার হাঁড়ি। এক বিন্দু দুধও যে ছাড়া যাবে না। হুগলির চণ্ডীতলায় সকাল থেকেই রীতিমতো হুলস্থুল কাণ্ড। চলছে ধাক্কাধাক্কি। কারণ লিক করেছে দুধের গাড়ি।
একদিকে শ্রাবণ মাস। শিবের পুজো করেন অনেকেই। তাই দুধ কিনে আনতে হয় দোকান থেকে। আর যদি বিনামূল্যে সেই দুধ মেলে কেউ কি আর ছাড়ে! তাই সকাল বেলাই হাঁড়ি, বোতল নিয়ে রাস্তায় নেমে পড়েছেন এলাকাবাসী। প্রথমে বিষয়টি নজরে আসেনি কারোরই। স্থানীয় সূত্রে খবর, কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল দুধের ট্যাঙ্কারটি। হঠাৎই লিক করে সেটি। চালক বুঝতে পেরে চণ্ডীতলা বাজারের কাছে গাড়িটিকে দাঁড় করিয়ে দেয়। তারপর টপ টপ করে দুধ পড়তে দেখে স্থানীয় বাসিন্দারা। বোতল-বালতি নিয়ে হাজির হয়ে দুধ সংগ্রহ করতে শুরু করে। তবে এই দুধ সঠিক প্রক্রিয়াকরণ না হওয়ার আগে খেলে শারীরিক ক্ষতি হবে কি না উঠছে প্রশ্ন।
চন্দনা মালিক নামে এক মহিলা বলেন, “সবটাই বাবার কৃপায় হয়েছে। বাবা চেয়েছেন দুধ দান করতে তাই বাবা এটা করেছে।” আরও এক মহিলা বলেন, “দুধের গাড়ি লিক করেছে। বোতল নিয়ে এসেছি দুধ নিতে।”