Rammohan Roy: রাধানগর গ্রামের নাম রামমোহন নগর করার দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

রাধানগর গ্রামে গিয়ে রামমোহন রায়ের জন্মস্থান ঘুরে দেখেন তিনি। তাঁর বসত বাড়ির স্মৃতি গুলি ঘুরে দেখেন।

Rammohan Roy: রাধানগর গ্রামের নাম রামমোহন নগর করার দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
রামমোহন রায়ের বাড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2022 | 8:27 PM

খানাকুল: রামমোহন রায়ের জন্মস্থান হুগলি জেলার রাধানগর গ্রাম। সেখানে দাঁড়িয়ে রাধানগর গ্রামের নাম রামমোহন নগর করার দাবি তুললেন কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী সত্যপাল সিং বাঘেল। বিজেপি কিসান মোর্চার ডাকে একটি অনুষ্ঠানে যোগদান করতে হুগলির খানাকুলে এসেছিলেন আইন প্রতিমন্ত্রী সত্যপাল সিং বাঘেল। সেই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য কিসান মোর্চার সভাপতি মহাদেব সরকার, খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ, বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সহ গেরুয়াশিবিরের একাধিক নেতানেত্রী। সেখানকার অনুষ্ঠানের পর তিনি গিয়েছিলেন রামমোহনের জন্মভিটেয়। সেখানে গিয়েই এই দাবি করেছেন তিনি।

রাধানগর গ্রামে গিয়ে রামমোহন রায়ের জন্মস্থান ঘুরে দেখেন তিনি। তাঁর বসত বাড়ির স্মৃতি গুলি ঘুরে দেখেন। সেখানে থাকা রামমোহনের মুর্তিতে মাল্যদানও করেন। সেখানেই বাঘেল বলেছেন, “রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক ছিলেন। ভারতের সমাজে তাঁর বিরাট অবদান। উত্তর প্রদেশ সরকার সেখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের নাম পরিবর্তন করেছে। সে রকমই করা উচিত। আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব এই গ্রামের নাম রামমোহন নগর করার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি।”

কিসান মোর্চার অনুষ্ঠানের পাশাপাশি দলীয় কর্মীদের নিয়েও বৈঠক করেন তিনি। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে আরামবাগ মহকুমার দায়িত্ব ছিলেন বাঘেল। দলীয় কর্মীদের লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করেন তিনি। আগামী লোকসভা নির্বাচনে আরামবাগ থেকে রাজ্যের শাসকদল তৃণমূলকে মুছে দেওয়ার ডাকও জানান তিনি।