Netaji: এই ফ্রেম ট্রেন্ডিং তা বলে…! জন্মজয়ন্তীতে নেতাজির চশমা নিয়েই এই কাণ্ড

Arambag: স্থানীয় এক ব্যবসায়ী বলছেন, "কাল রাতে যখন নেতাজির পূর্ণবয়ব মূর্তিতে পরিষ্কার করা হয় তখনও চশমাটি ছিল। আজ সকালে এসে চশমা দেখতে পাওয়া যায়নি। চশমাটি চুরি গিয়েছে।  কারা এমনও করতে পারে, মাথাতেই আসছে না।"

Netaji: এই ফ্রেম ট্রেন্ডিং তা বলে...! জন্মজয়ন্তীতে নেতাজির চশমা নিয়েই এই কাণ্ড
নেতাজির মূর্তি থেকে চমশা চুরিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2024 | 12:32 PM

 হুগলি:  আজ দেশ জুড়ে পালিত হচ্ছে নেতাজি জয়ন্তী। তার মধ্যেই লজ্জার ঘটনা। দিনেদুপুরেই চুরি হয়ে গেল দেশনায়ক নেতাজির চশমা! আরামবাগ মেদিনীপুর ৭ নং রাজ্য সড়কের পাশেই গোঘাটের বলরামপুর বাস স্টপেজে নেতাজির পূর্ণবয়ব মূর্তি রয়েছে বটে, তবে চোখে নেই চশমা! পাশে উড়ছে জাতীয় পতাকা। ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে জাতীয় পতাকা তোলা হয়েছে। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। কিন্তু নেতাজির চোখে চশমা নেই। TV9 বাংলা খোঁজ খবর নিতেই স্থানীয় বাসিন্দারা বলছেন, নেতাজির পূর্ণবয়ব মূর্তি থেকে চশমা চুরি হয়ে গিয়েছে।

স্থানীয় এক ব্যবসায়ী বলছেন, “কাল রাতে যখন নেতাজির পূর্ণবয়ব মূর্তিতে পরিষ্কার করা হয় তখনও চশমাটি ছিল। আজ সকালে এসে চশমা দেখতে পাওয়া যায়নি। চশমাটি চুরি গিয়েছে।  কারা এমনও করতে পারে, মাথাতেই আসছে না।”

রাতে এলাকায় জ্বলে হাইমার্চ লাইট। তার মধ্যেও কীভাবে চুরি হল চশমা, তা নিয়েই প্রশ্ন উঠছে। আর কেনই বা? সেটাও সবচেয়ে বড়ে প্রশ্ন। গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লক নেতা নিরঞ্জন পন্ডিত, তীব্র নিন্দা প্রকাশ করেছেন এই বিষয়টি নিয়ে। তিনি আরও বলেন, “যেখানে পশ্চিমবঙ্গে চোর ছেয়ে গিয়েছে, সেখানে দেশদ্রোহীরা নেতাজির চশমা তো চুরি করবেই।”

স্থানীয় তৃণমূল নেতা নারায়ণচন্দ্র পাঁজা বলেন, “নেতাজির চশমা শুনছি নেই। কিছু মানুষ রয়েছেন, এটা তাঁদের রুচিবোধ। ভাবা যায়, নেতাজির চশমাও কেউ চুরি করেছেন! আমার তো মনে হয় ওরা চোর নয়, দেশদ্রোহী”