Hooghly: পথ কুকুরদের বাঁচাতে বড় উদ্যোগ পুলিশের, গলায় পরানো হল বিশেষ বেল্ট, কীভাবে কাজ করবে জানেন?

Hooghly: অনেক সময় কুয়াশায় রাস্তা ভাল করে দেখা যায় না। মেইন রোড দিয়ে প্রচুর যান চলাচল করে। যার জেরে  রাস্তা পেরোতে গিয়ে দুর্ঘটনা ঘটছে কুকুরের। মারা যাচ্ছে সারমেয়রা। আবার অনেক সময় বাইক আরোহীরা পড়ে যাচ্ছেন। দুর্ঘটনায় হাত পা ভাঙছে তাঁদের। সেই কারণে রিফ্লেক্টিং কলার পরানো হচ্ছে কুকুরদের।

Hooghly: পথ কুকুরদের বাঁচাতে বড় উদ্যোগ পুলিশের, গলায় পরানো হল বিশেষ বেল্ট, কীভাবে কাজ করবে জানেন?
পথ কুকুরদের বেল্টImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2024 | 11:02 PM

হুগলি: পথ চলতি মানুষজন যাওয়ার সময় হঠাৎ থমকে গেলেন। দেখলেন পুলিশ কর্মীরা রাস্তার ধারে দাঁড়িয়ে কুকুর ধরছেন। শুধু তাই নয়, তাঁদের গলায় বেল্টও পরাচ্ছেন। কিন্তু কেন? পরে জানা গেল আসল কারণ। সুন্দরবনে বাঘের গতিবিধি নজরে রাখতে যেমন বাঘের গলায় রেডিও কলার পরানো হয়। এবার কুকুরকে বাঁচাতে তাই তার গলায় পরানো হল রিফ্লেক্টিং কলার বেল্ট। ঘটনাস্থল হুগলির মগড়ার চন্দ্রহাটি।

অনেক সময় কুয়াশায় রাস্তা ভাল করে দেখা যায় না। মেইন রোড দিয়ে প্রচুর যান চলাচল করে। যার জেরে  রাস্তা পেরোতে গিয়ে দুর্ঘটনা ঘটছে কুকুরের। মারা যাচ্ছে সারমেয়রা। আবার অনেক সময় বাইক আরোহীরা পড়ে যাচ্ছেন। দুর্ঘটনায় হাত পা ভাঙছে তাঁদের। সেই কারণে রিফ্লেক্টিং কলার পরানো হচ্ছে কুকুরদের।

কীভাবে কাজ করবে এই কলার?

চন্দ্রহাটি ফাঁড়ির অফিসার রোলান্ড লিপাট জানিয়েছেন, দূর থেকে গাড়ির আলোয় রিফ্লেক্ট করবে এই কলারটি। ফলে গাড়ি-বাইক চালকরা বুঝতে পারবেন। এবং নিয়ন্ত্রিত ভাবে চালাতে পারবেন। ফলে জীবন বাঁচবে উভয়েরই।

আজ কুন্তিঘাট থেকে বিটিপিএস টাউনশিপ পর্যন্ত যত কুকুর ছিল সবার গলায় রিফ্লেক্টিং কলার পরানো হয়। পথচারী থেকে স্থানীয় বাসিন্দারাও সাধুবাদ জানান পুলিশের এই উদ্যোগকে। চন্দ্রহাটি ফাঁড়ির এএসআই রোলান্ড লিপাট এর আগে পান্ডুয়া থানায় পোস্টিং ছিলেন। সেখানে সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক কাজ করেছিলেন। যে কারণে তাঁর বদলির সময় এলাকাবাসী স্থানীয় ব্যবসায়ীরা থানায় গিয়ে তাঁকে যাতে না বদলি করা হয় অনুরোধ করেন। নিয়মানুযায়ী বদলি হওয়ায় তাঁকে চলে যেতেই হবে বলার পর তাঁরা বাড়ি ফেরেন। মগড়ায় বদলির পরও একই ভাবে সামাজিক কাজ করছেন এই অফিসার।