Ramnavami investigation NIA: রাতে রিষড়া-শ্রীরামপুর থানায় গিয়ে নথি সংগ্রহ করল NIA

Ramnavami investigation NIA: সোমবার রাত ১০টা নাগাদ রিষড়া থানায় পৌঁছয় এনআইএ-র চার সদস্যের একটি দল। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা।

Ramnavami investigation NIA: রাতে রিষড়া-শ্রীরামপুর থানায় গিয়ে নথি সংগ্রহ করল NIA
এনআইএ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2023 | 2:24 AM

রিষড়া: তদন্তের কাজে রাতে রিষড়া থানায় হাজির এনআইএ-র আধিকারিকেরা। পুলিশ অফিসারদের সঙ্গে ঘটনা সম্পর্কে কথা বলেন তাঁরা। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে গত এপ্রিল মাসে অশান্তি হয় হুগলির রিষড়ায়। সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রাখে। এরপরই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। পুলিশের থেকে নথি সংগ্রহের কাজ করছে তারা।

সোমবার রাত ১০টা নাগাদ রিষড়া থানায় পৌঁছয় এনআইএ-র চার সদস্যের একটি দল। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। ওইদিনের ঘটনায় ঠিক কী অভিযোগ ছিল, তার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল সে বিষয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর। এই মামলা সংক্রান্ত নথিও সংগ্রহ করে এনআইএ। রিষড়ার পর তাঁরা যান শ্রীরামপুর থানায়। সেখানেও নথি সংগ্রহ করা হয়েছে।

চলতি বছরের ২ এপ্রিল অশান্তির সূত্রপাত হয় রিষড়া সন্ধ্যা বাজার এলাকায়। ঘটনার পরের দিন রিষড়া চার নম্বর রেল গেট সহ কয়েকটি জায়গায় অশান্তি চরমে ওঠে। ৪ এপ্রিল রিষড়ায় যান রাজ্যপাল, শান্তির বার্তাও দিয়েছিলেন তিনি। রিষড়া ও শ্রীরামপুর থানা এলাকায় বেশ কয়েকদিন ১৪৪ ধারা জারি ছিল। বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছিল এলাকায়। রাজনৈতিক মিটিং মিছিল বন্ধ রাখা হয় সেই সময়।

ক্রমে এলাকা শান্ত হওয়ার পর ঘটনায় গ্রেফতার হওয়া অনেকে জামিন পান। রিষড়ার ওই ঘটনায় আহত হয়েছিলেন কয়েকজন। নষ্ট হয় বহু সম্পত্তি, ভাঙচুর চলে একাধিক বাড়িতে। আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। হাইকোর্টে মামলা হলে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরে রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেও এনআইএ তদন্তের নির্দেশ বহাল থাকে।