Street Dog Death: কী কারণে পথকুকুরদের অস্বাভাবিক মৃত্যু, সরেজমিনে তদন্তে নামল পুলিশ

Stray Dogs Death: গত কয়েকদিনে একাধিক পথ সারমেয়র অসুস্থ হয়ে পড়া ও মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। সারমেয়দের অস্বাভাবিক মৃত্য়ুর তদন্ত চালাচ্ছে পুলিশ। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে মৃত সারমেয়দের ময়নাতদন্তও করা হচ্ছে। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

Street Dog Death: কী কারণে পথকুকুরদের অস্বাভাবিক মৃত্যু, সরেজমিনে তদন্তে নামল পুলিশ
পথ সারমেয় (প্রতীকী ছবি)Image Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2024 | 7:08 PM

পোলবা: পথ কুকুরদের অস্বাভাবিক মৃত্যু। ধুঁকতে ধুঁকতে মৃত্যু হয়েছে একাধিক পথ কুকুরের। আরও বেশ কিছু কুকুর ধুঁকছে এলাকায়। কী হচ্ছে কুকুরদের সঙ্গে? কেন মৃত্যু হচ্ছে পথ সারমেয়দের? তা নিয়ে এবার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলির পোলবা থানা এলাকার সুগন্ধায় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালতপাড়া গ্রামে। গত কয়েকদিনে একাধিক পথ সারমেয়র অসুস্থ হয়ে পড়া ও মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। সারমেয়দের অস্বাভাবিক মৃত্য়ুর তদন্ত চালাচ্ছে পুলিশ। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে মৃত সারমেয়দের ময়নাতদন্তও করা হচ্ছে। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

গ্রামবাসীদের সন্দেহ কোনও ব্যক্তি দুরভিসন্ধি করে সারমেয় ও সারমেয় শাবকগুলিকে মারার চেষ্টা করছে। পথকুকুরদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে কেউ তাদের মারার চেষ্টা করছে বলে সন্দেশ করছেল তাঁরা। পরিস্থিতির কথা ব্যাখ্যা করতে গিয়ে এলাকাবাসীরা বলছেন, সব সারমেয়র একসঙ্গে মৃত্যু হচ্ছে না। দফায় দফায় এই ঘটনা ঘটছে। শুধু তাই নয়, এলাকায় বেশ কিছু পথ সারমেয় অসুস্থ হয়ে ধুঁকছে বলেও জানাচ্ছেন তাঁরা। যদিও কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় গ্রামবাসীদের কাছে। এই নিয়ে রাজা সাঁবুই নামে এলাকার এক পশুপ্রেমী পোলবা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

অভিযোগের প্রেক্ষিতে সোমবার গ্রামে যান পোলবা থানার ওসি নজরুল ইসলাম। অভিযোগ খতিয়ে দেখতে পুরোপুরি প্রস্তুতি নিয়েই গিয়েছিলেন তিনি। পোলবা-দাদপুর ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের দু’জন পশু চিকিৎসককে সঙ্গে নিয়ে যান গ্রামে। আজ সেখানে একটি মৃত কুকুরের শরীরের থেকে নমুনা সংগ্রহ করেন চিকিৎসকরা।

এদিনের ঘটনা প্রসঙ্গে পশু চিকিৎসক রাজু দাস বলেন, ‘প্রাথমিকভাবে অনুমান হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেসের কারণে মৃত্যু হয়েছে। সঠিক কারণ এখনই বলা যাচ্ছে না। সে জন্যই ভিসেরা সংগ্রহ করা হচ্ছে। নমুনা পরীক্ষা করে দেখার পরই বিষয়টি স্পষ্টভাবে বলা যাবে।’ কোনও বিষক্রিয়ার থেকে মৃত্যু হচ্ছে কি না, সেই বিষয়টি নিয়েও এখনই কিছু মন্তব্য করা সম্ভব হচ্ছে না বলেই জানান ওই পশু চিকিৎসক। এদিন ভিসেরা পরীক্ষার জন্য কুকুরের কিডনি, লিভার, ফুসফুস, পাকস্থলি, চামড়ার নমুনা সংগ্রহ করে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর ব্যবস্থা করা হয়।