Online Gambling: ঘাড় ধরে গাড়িতে তুলল পুলিশ, তারকেশ্বরে অনলাইন জুয়ার আসর ছত্রখান

Hooghly: হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী বলেন, নির্দিষ্টভাবে অভিযোগ পেয়েই তাঁরা হানা দেন। কয়েকজনকে আটক করার পাশাপাশি বেশ কিছু প্রিন্টিং মেশিন, টিকিট, অন্যান্য গেজেট উদ্ধার করেছে পুলিশ। তিনি জানান, আগামিদিনে এমন অভিযান আরও চলবে। জেলার বিভিন্ন প্রান্তে অনলাইন জুয়ার আসর বন্ধ করতে বদ্ধপরিকর পুলিশ।

Online Gambling: ঘাড় ধরে গাড়িতে তুলল পুলিশ, তারকেশ্বরে অনলাইন জুয়ার আসর ছত্রখান
তারকেশ্বর থানার পুলিশের হানা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2024 | 11:50 PM

হুগলি: অনলাইনে জুয়ার আড্ডার ঠেকে হানা পুলিশের। ৮ থেকে ১০ জনকে আটক করল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হুগলির তারকেশ্বরে। অভিযোগ, তারকেশ্বরের বৈদ্যপুর এলাকায় অবৈধ অনলাইন জুয়ার আড্ডা চলছিল। পুলিশের কাছে এ সংক্রান্ত অভিযোগ যায়। রবিবার ছুটির রাতে এরপরই সদলবলে হাজির হয় হুগলি গ্রামীণ থানার পুলিশ।

তখন জুয়া খেলা চলছিল বলে অভিযোগ। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী হানা দেন একটি দোকানে। সেখানেই কয়েকজনকে হাতেনাতে ধরেন তিনি। জুয়ার আড্ডা থেকে ঘাড় ধরে তোলা হয় বেশ কয়েকজনকে।

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী বলেন, নির্দিষ্টভাবে অভিযোগ পেয়েই তাঁরা হানা দেন। কয়েকজনকে আটক করার পাশাপাশি বেশ কিছু প্রিন্টিং মেশিন, টিকিট, অন্যান্য গেজেট উদ্ধার করেছে পুলিশ। তিনি জানান, আগামিদিনে এমন অভিযান আরও চলবে। জেলার বিভিন্ন প্রান্তে অনলাইন জুয়ার আসর বন্ধ করতে বদ্ধপরিকর পুলিশ। লাগাতার অভিযানের মাধ্যমে তা রোখা হবে বলে জানান এই পুলিশ আধিকারিক।