RG Kar Protest: হাতে তির-ধনুক! প্রতিবাদে পথে এবার আদিবাসীরাও
RG Kar Protest: এ প্রসঙ্গে সংগঠনের রাজ্য কমিটির সদস্য রাজেন্দ্র নাথ মুর্মু জানান, ভারত জাকাতের কেন্দ্রীয় কমিটির ডাকে আর জিকর কান্ডের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ চলছে। দু'ঘণ্টার প্রতিকি অবরোধ করলাম। দোষীদের কঠিন শাস্তি চাইছি।
হুগলি: আরজি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। দোষীদের শাস্তির দাবিতে পথে সব পক্ষ। বাদ গেল না আদিবাসী সংগঠনও। তির-ধনুক হাতে পথ অবরোধ আদিবাসীদের। হুগলির দাদপুর থানার হারিটের ঘটনা।
আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে এদিন সকালে হুগলির দাদপুর থানার হাড়িট হাট তলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পথ অবরোধে ফলে অবরুদ্ধ হয়ে পড়ে চুঁচুড়া তারকেশ্বর রোডে যান চলাচল। এ দিন দেখা যায় ধামসা মাদল, সঙ্গে তীর ধনুক হাতে পথে নামেন বিক্ষোভকারীরা। প্রায় দু’ঘণ্টা ধরে চলে অবরোধ-বিক্ষোভ।
এ প্রসঙ্গে সংগঠনের রাজ্য কমিটির সদস্য রাজেন্দ্র নাথ মুর্মু জানান, ভারত জাকাতের কেন্দ্রীয় কমিটির ডাকে আর জিকর কান্ডের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ চলছে। দু’ঘণ্টার প্রতিকি অবরোধ করলাম। দোষীদের কঠিন শাস্তি চাইছি। তিনি আরও বলেন, “এক চিকিৎসকের নির্মম হত্যা। শুধু তাই নয়, বর্ধমানে এক নার্সিং পড়ুয়াকে নলি কেটে খুন করা হয়েছে। এরই প্রতিবাদে কেন্দ্রীয় ও রাজ্য কমিটির ডাকে গোটা রাজ্য ও জেলাতে দুঘণ্টা পথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। যাতে খুনিদের কঠোর শাস্তি দেওয়া হয়।”