Dankuni Park: রাত বাড়লেই চলে এইসব, বাচ্চাদের খেলার মাঠে কী হচ্ছে?
Dankuni: ডানকুনি পুরসভার ১২ নম্বর ওয়ার্ড। সেখানে রাজ্য সরকারের গ্রীন সিটি মিশন প্রকল্পের অধীনে ২০১৮ সালে নির্মিত হয়েছিল এই শিশু উদ্যানটি।
ডানকুনি: প্রায় তিরিশ লক্ষ টাকা ব্যায় করে তৈরি হয়েছিল শিশু উদ্যান। কিন্তু যে উদ্দেশে তা বানানো হয়েছিল তাতে লাভ কি আদৌ হল? এলাকাবাসীর অভিযোগ, রাত হলেই সেখানে চলে মদের আসর। উদাসীন প্রশাসন।
ডানকুনি পুরসভার ১২ নম্বর ওয়ার্ড। সেখানে রাজ্য সরকারের গ্রীন সিটি মিশন প্রকল্পের অধীনে ২০১৮ সালে নির্মিত হয়েছিল এই শিশু উদ্যানটি। বর্তমানে সেই পার্ক জুড়ে বন জঙ্গলে ভর্তি, উদ্যান জুড়ে তৈরি হয়েছে সাপ খোপের বাসা। অভিযোগ, রাত হলেই সমাজবিরোধীদের আখড়া হয়ে উঠেছে এখন এই শিশু উদ্যান। নিত্যদিন চলে মদের আসর। যেখানে সেখানে পড়ে রয়েছে মদের বোতল, গ্লাস। ফলে একপ্রকার সরাকরি প্রকল্পে শিশুদের জন্য গড়ে ওঠা এই পার্ক এখন এলাকার মানুষের কাছে এখন আতঙ্ক।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিশুদের জন্য পার্ক তৈরি করা হলেও তা এখন অনুপযুক্ত। কারণ পৌরসভার পক্ষ থেকে পার্কটির কোনও দেখভাল করা হয় না। উল্টে পার্কে চলে মদের আসর। স্থানীদের দাবি, পৌরসভা দায়িত্ব নিয়ে উপযোগী করে তুললে এলাকার শিশুরা বিনদোন বা খেলাধুলার উপযুক্ত জায়গা পাবে।
অপরদিকে, স্থানীয় তৃণমূল কাউন্সিলর দিলীপ কয়াল বলেন, ‘পার্কটির দেখভালের জন্য কর্মী নিয়োগের প্রয়োজন আছে। কিন্তু এখানে যে মদের আসর বসে বা দুষ্কৃতীদের আখড়া হয়েছে এইসব আমি জানিই না। তবে পার্কটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পৌরসভাকে জানানো হয়েছে।
অপরদিকে, ওই ওয়ার্ডের সিপিএপের প্রাক্তন কাউন্সিলর মনোজ গায়েন বলেন, ‘বর্তমান তৃণমূল পৌরবোর্ডের ব্যর্থতার কারণে পার্কটির কোনও দেখভাল করা হয় না। পার্কটি তৈরি করতে ত্রিশ লক্ষ টাকা খরচ দেখানো হলেও এক টাকাও খরচ হয়নি। পৌরসভা জনগণের টাকা লুঠ করেছে।’
পার্কের বেহাল অবস্থার কথা শিকার করে নিয়ে পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম জানিয়েছেন, শিশুদের খেলার উপযোগী করে তোলার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।