Student Missing: কলেজ থেকে ভ্রমণে গিয়ে জলপ্রপাতে তলিয়ে গেলেন আশুতোষের ছাত্র
Student Missing: প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় কুড়ি ফুট নীচে পড়ে যান তারাশঙ্কর। জলের তোড়ে ভেসে যান তিনি। তারপর আর তাঁর কোনও খোঁজে পাওয়া যায়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। কলেজের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা।
হুগলি: জলপ্রপাত থেকে একেবারে ২০ ফুট নীচে পড়ে গেলেন দুই ছাত্র। এক ছাত্র সামান্য চোট পেলেও অপর ছাত্রের কোনও খোঁজ পাওয়া যায়নি। কলকাতার আশুতোষ কলেজের স্নাতকোত্তরের পড়ুয়া তারাশঙ্কর সরকারের খোঁজ পেতে মরিয়া পরিবার। এদিকে, মাওবাদী অধ্যুষিত এলাকায় সন্ধ্যার পর উদ্ধারকাজও বন্ধ করে দিতে হচ্ছে। ফলে, রীতিমতো আতঙ্কে রয়েছে গোটা পরিবার। ওই ছাত্র হুগলির আরামবাগের বাসিন্দা। দিন চারেক আগে কলেজ থেকে ভ্রমণে গিয়েছিলেন পড়ুয়ারা। বৃহস্পতিবার দুপুরেই তাঁদের ফেরার কথা ছিল। তার আগেই ঘটে যায় এই দুর্ঘটনা। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে নিখোঁজ পড়ুয়ার পরিবার।
পরিবারের তরফে জানানো হয়েছে, কলেজ থেকে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হয়েছিল পড়ুয়াদের। ফেরার পথে ওড়িশার কেওনঝড়ে একটি জলপ্রপাতে নামেন তাঁরা। সেই সময়ে দুই ছাত্র পড়ে যান বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় কুড়ি ফুট নীচে পড়ে যান তারাশঙ্কর। জলের তোড়ে ভেসে যান তিনি। তারপর আর তাঁর কোনও খোঁজে পাওয়া যায়নি।
আরামবাগের ৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জিপাড়ার বাসিন্দা তারাশঙ্কর কলকাতার আশুতোষ কলেজের এনভারনমেন্টাল সায়েন্সের এমএ দ্বিতীয় বর্ষের ছাত্র । জানা গিয়েছে, বৃহস্পতিবার জলপ্রপাত থেকে প্রথমে তারাশঙ্করের সামনে এক বন্ধু পড়ে যান। এরপর তিনিও সেলফি তুলতে গিয়ে পড়ে যান পাহাড়ের পাশে জলপ্রপাতে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। শুরু হয় উদ্ধারকাজও।
খবর পেয়েই আরামবাগ থেকে তারাশঙ্করের এক দাদা ও দুই কাকা হাজির হন ওড়িশায়। তাঁদের এই ঘটনা নিয়ে সন্দেহ রয়েছে। পরিবারের দাবি, এই ঘটনার পিছনে কোনও গুরুতর পরিকল্পনা আছে। রহস্য রয়েছে। যে আগে পড়ে গেলেন,, তাঁর কিছু হল না আর তারপরেই তারাশঙ্কর পড়েই নিখোঁজ হয়ে গেলেন কীভাবে? সেই প্রশ্নই তুলছে পরিবার।
তাঁদের আরও অভিযোগ, কলেজের পক্ষ থেকে কোনও সহযোগিতা করা হচ্ছে না। ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে পরিবার।