Suvendu Adhikari: অনুমতি না মেলায় সভা করবেন না, তবুও যাবেন! আদালতে যাওয়ারও হুঁশিয়ারি শুভেন্দুর
Suvendu Adhikari: সভা না করলেও ঝাঁকড়া যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সেখানে মানুষের সঙ্গে কথা বলবেন। পাশেই আরও বড় মাঠে আদালতের অনুমতি নিয়ে সভা করারও চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী।
রিষড়া: চন্দ্রকোনার ঝাঁকড়ায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি বাতিল করেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। তবে সভা না করলেও ঝাঁকড়া যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সেখানে মানুষের সঙ্গে কথা বলবেন। পাশেই আরও বড় মাঠে আদালতের অনুমতি নিয়ে সভা করারও চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। রিষড়ায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “আমার সভাতে বারেবারে বাধা দেয়। আমি একাধিক সভা করতে পারিনি। একাধিক সভা আদালতের হস্তক্ষেপে করেছি। ওই স্কুল মাঠে প্যান্ডেল শেষ হওয়ার পরও আমি সভা করব না। কিন্তু আমি সেখানে যাব। হাজার হাজার মানুষ রয়েছেন। তাঁদেরকে আমি না বলতে পারিনি। তাঁরা ওখানে পৌঁছবেন, তাঁদের সঙ্গে দেখা করব। দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে কথাও বলব।”
তিনি আরও বলেন, “আমরা পাশেই আরেকটা মাঠের ব্যবস্থা করছি। হাইকোর্টে কালকে মামলা করব। হাইকোর্টের অনুমতি নিয়ে ওই ঝাঁকড়াতেই আরও বড় মাপের সভা করে প্রমাণ করব।”
মঙ্গলবার চন্দ্রকোণার ঝাঁকড়ায় শুভেন্দু অধিকারীর সভা ছিল। তার সমাবেশ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় কৃষক সমাবেশ ছিল বিজেপির। অনুমতিপত্র বাতিল করে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার বলেন, “মাঠ ব্যবহারের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি নেই, তাই বাতিল করা হয়েছে।” যদিও বিজেপির দাবি, সভা বাতিলের কথা জানিয়ে পুলিশ সকাল পর্যন্তও কোনও চিঠি তাদের দেয়নি। এখনও সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে এই সভার কয়েক ঘন্টা আগেই চন্দ্রকোনা টাউন থানার একটি চিঠি প্রকাশ্যে এসেছে যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। চিঠিতে লেখা রয়েছে স্কুলের প্রধান শিক্ষক স্কুলের মাঠে সভার অনুমতি দিলেও স্কুলের ম্যানেজিং কমিটি অনুমতি দেয়নি। আর এই কারণেই শুভেন্দু অধিকারীর সভার পুলিশি অনুমতিও বাতিল করা হচ্ছে।
শুভেন্দুর সভা স্কুলের মাঠেই হবে বলে দাবি ঘাটালের বিজেপি সভাপতি সুদীপ কুশারীর। তাঁর মন্তব্য, তৃণমূল ভয় পেয়েছে। কারণ তাঁর সভায় অনেক লোকসমাগম হয়। পাল্টা মন্তব্য জেলা যুব তৃণমূলের সভাপতি সৌরভ চক্রবর্তীর। তাঁর প্রশ্ন, পুলিশ অনুমতি না দিলে কীভাবে সভা করবেন শুভেন্দু? সভা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। যদিও সভা না করলেও, মানুষের সঙ্গে দেখা করতে তিনি সেখানে যাবেন বলে রিষড়া থেকে জানিয়ে দিলেন।