Suvendu Adhikari: ১০ লাখ টাকায় টেটের প্রশ্ন? আশঙ্কার সুর শুভেন্দুর গলায়

TET 2022: শুভেন্দু অধিকারী আশঙ্কার সুরে বললেন, অনেক জায়গা থেকেই নাকি ফোন আসছে, দশ লাখ টাকার 'কন্ট্রাক্ট'-এর। পাঁচ লাখ টাকা অ্যাডভান্স দিলেই নাকি প্রশ্ন বলে দেওয়া হবে।

Suvendu Adhikari: ১০ লাখ টাকায় টেটের প্রশ্ন? আশঙ্কার সুর শুভেন্দুর গলায়
শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2022 | 8:26 PM

চূঁচূড়া: রাত পোহালেই রাজ্যে টেট পরীক্ষা (TET 2022)। এবারের পরীক্ষা পর্বে যাতে কোনওরকম কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতে তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)। বিশেষ করে অতীতে যে ধরনের অভিযোগগুলি উঠে এসেছে, সেক্ষেত্রে স্বচ্ছ্বতা বজায় রেখে টেট পরীক্ষা করানোটাই এখন বড় চ্যালেঞ্জ পর্ষদের কাছে। এদিন বিকেলেই সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি গৌতম পাল আশঙ্কা করেছেন, কেউ কেউ পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে বলে পর্ষদ ও প্রশাসনের কাছে খবর রয়েছে। পর্ষদ সভাপতির সেই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিস্ফোরক বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অনেক জায়গা থেকেই নাকি ফোন আসছে, দশ লাখ টাকার ‘কন্ট্রাক্ট’-এর। পাঁচ লাখ টাকা অ্যাডভান্স দিলেই নাকি প্রশ্ন বলে দেওয়া হবে। এমনই আশঙ্কার কথা শোনালেন বিরোধী দলনেতা।

শনিবার হুগলির চূঁচূড়ায় একটি সভার আয়োজন করেছিল বিজেপি। সেই সভা শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন বিস্ফোরক দাবি করেন শুভেন্দু অধিকারী। গৌতম পালের আশঙ্কার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন, “কালকের পরীক্ষা নিয়ে আমি এখনই মন্তব্য করব না। যদি মেধাযুক্ত সুষ্ঠু পরিবেশে যেমন রেল পরীক্ষা নেয়, সেই পরীক্ষার বিরোধিতা আমরা করি না। কিন্তু আমাদের আশঙ্কা আছে। বহু জায়গা থেকে ফোন আসছে যে প্রশ্ন বলে দেওয়া হবে। দশ লাখ টাকার কন্ট্রাক্ট। পাঁচ লাখ টাকা অ্যাডভান্স দিলে প্রশ্ন আজকেই বলে দেওয়া হবে। সেই প্রশ্ন লিখতে পারবেন এবং তারপর পাঁচ লাখ টাকা পেমেন্ট করতে হবে।”

প্রসঙ্গত, এবারের টেট পরীক্ষায় জন্য মোট পরীক্ষার্থীর সংখ্যা  ৬ লাখ ৯০ হাজার ৯৩২ জন। রাজ্যের বিভিন্ন প্রান্ত মিলিয়ে মোট ১ হাজার ৪৬০টি পরীক্ষাকেন্দ্র রয়েছে টেটের জন্য। পরীক্ষায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এরই মধ্যে শুভেন্দু অধিকারীর এমন বিস্ফোরক আশঙ্কার কথায় শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে।